শিরোনাম
শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

এক পলক

সার কালোবাজারে, মামলা

বাগেরহাটে কৃষকের জন্য উত্তোলন করা সার কালোবাজারে বিক্রির অভিযোগে মেসার্স রাব্বি এন্টারপ্রাইজ নামের বিসিআইসির এক ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কৃষি বিভাগ। গতকাল দুপুরে বাগেরহাট মডেল থানার সদর উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা বাদী হয়ে ডিলার বেগ মাহাফুজুর রহমান বাদলকে আসামি করে এই মামলা দায়ের করেন। তবে পুলিশ ওই ডিলারকে গ্রেফতার করতে পারেনি।

—বাগেরহাট প্রতিনিধি

মোতোয়াল্লির অপসারণ দাবি

বগুড়ার ধুনটে উপজেলার অলোয়া গ্রামে জামে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে মসজিদের মোতোয়াল্লি স্কুল শিক্ষক আবদুল্লাহ আল আজাদের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল বেলা ১১টার দিকে ধুনট-মথুরাপুর সড়কে মসজিদের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফিরোজ, ইউপি সদস্য আজাহার আলী, শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ। —নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শিক্ষককে কুপিয়ে আহত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দুলারচর ছয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলিউল্লাহ দেওয়ানকে (৩২) কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোর রাতে কাচিকাটা চরজিংকিং গ্রামে এ ঘটনা ঘটেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। —শরীয়তপুর প্রতিনিধি

মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির মানিকের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহিদ কর্তৃক নোয়াখালীর সোনাইমুড়ী থানায় দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল লাকসাম বাইপাস সড়কে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা আঞ্চলিক শাখা এ কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভা সাবেক চেয়ারম্যান মেজর (অব.) হাবিবুর রহমান মজুমদার, সাংবাদিক এমএ বাশার খান, মানবাধিকার কমিশন কুমিল্লা জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান রোম্মান, সাংবাদিক রফিকুল ইসলাম শান্ত, মুর্শিদুর রহমান সোহেল, অ্যাডভোকেট মোশারফ হোসেন, সাংবাদিক সাইফ খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, শেখ জসিম উদ্দিন, ডা. মীর হোসেন, অভিনেতা আফজাল প্রমুখ।

—লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

গরিব দুস্থদের কাপড়

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে পৌরশহরের গরিব ও দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। নালিতাবাড়ী পৌরসভার মেয়র মো. আবু বক্কর সিদ্দিক নিজ উদ্যোগে তারাগঞ্জ উত্তর বাজার এলাকায় তার নিজ বাসায় গরিব ও দুস্থ ৫০০ নারীকে শাড়ি ও ২০০ জন পুরুষের মাঝে লুঙ্গি বিতরণ করেন। —নালিতাবাড়ী প্রতিনিধি

গার্মেন্ট শ্রমিক লীগের কমিটি

ময়মনসিংহের ভালুকায় উপজেলা জাতীয় গার্মেন্ট শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। হাজী সালাহ উদ্দিন ঢালীকে আহ্বায়ক, ব্রজেনদাস ও সিদ্দিকুর রহমানকে যুগ্ম আহ্বায়ক, শফিকুল ইসলাম ও আমান উল্লাহকে সদস্য করে মোট ৫ সদস্যের কমিটি গঠিত হয়েছে। কমিটির অনুমোদন দেন ময়মনসিংহ জেলা গার্মেন্ট শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ভুঁইয়া। —ভালুকা প্রতিনিধি

কলেজ শিক্ষক সমিতির ইফতার

সখীপুরে উপজেলা কলেজ শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় ডাকবাংলো চত্বরে উপজেলার সব কলেজের শিক্ষকদের সমন্বয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও  দোয়া মাহফিলের আগে সমিতির সভাপতি অধ্যক্ষ রেনুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যপক জয়নুল আবেদীন, রফিক-ই রাসেল প্রমুখ।

—সখীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর