রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে সাতজন নিহত

গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের

প্রতিদিন ডেস্ক

মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন বাবা-ছেলে। সিরাজগঞ্জে ট্রাক খাদে পড়ে মারা গেছে দুই যুবক।

ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় গতকাল বিকালে যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত ও আহত হয়েছে ২০ জন। নিহত ও আহতদের পরিচয় তাত্ক্ষণিক ভাবে জানা যায়নি। জেলা পুলিশের শ্রীনগর সার্কেলের এএসপি শামসুজ্জামান বাবু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিল। পথিমধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের খাদে পড়ে যায়।  তাত্ক্ষণিক ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীর ঘটনাস্থলে গিয়ে বাসের ভিতর থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে। এছাড়া আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গাজীপুর : ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় গাজীপুরে শিশু সন্তানসহ লেগুনা আরোহী সাইফুল ইসলাম (২৬) ও সাইফুলের সন্তান সায়মন (৩) নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুলের স্ত্রী সুবর্ণা আক্তার (২০) আহত হয়েছেন। তাদের বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার চাকুরিয়া গ্রামে। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট আরিফ খান জানান, ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে গতকাল গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন সাইফুল। তারা একটি লেগুনায় চড়ে চান্দনা চৌরাস্তায় যাওয়ার পথে একটি ট্রাক ওই লেগুনাকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী আহত সুবর্ণাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সিরাজগঞ্জ : হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশের মান্নান নগরের ৮ নং ব্রিজের কাছে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর গ্রামের আবদুল মালেকের ছেলে নুরুল ইসলাম ও একই জেলার বাতচর গামের শোয়েবুর রহমানের ছেলে জামাল।

সর্বশেষ খবর