রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা
সুনামগঞ্জে রাবার ড্যাম উদ্বোধন

রক্ষা পাবে সাত হাজার হেক্টর বোরো ফসল

সুনামগঞ্জ প্রতিনিধি

রক্ষা পাবে সাত হাজার হেক্টর বোরো ফসল

সুনামগঞ্জে দেশের দীর্ঘতম রাবার ড্যাম —বাংলাদেশ প্রতিদিন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় নির্মিত দেশের দীর্ঘতম রাবারড্যামের উদ্বোধন করা হয়েছে গতকাল। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ২০১৫-১৬ অর্থ বছরে ৩৭ কোটি টাকা ব্যয়ে ২২০ মিটার লম্বা এ রাবারড্যামটি মিছাখালী নদীর ওপর নির্মাণ করে। এতে উপজেলার আঙ্গারুলি ও খরচার হাওরের প্রায় ৭ হাজার হেক্টর জমির বোরো ফসল আগাম বন্যা ও পাহাড়ি ঢলের কবল থেকে রক্ষা পাবে।

গতকাল দুপুরে এটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। এ সময় মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার কৃষকবান্ধব সরকার। কৃষি ও কৃষকের উন্নয়নে যা যা করা দরকার তাই করা হবে।

বিএডিসির চেয়ারম্যান নাসিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, শামসুন নাহার বেগম শাহানা এমপি, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন-অর রশীদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজি আবুল কালাম, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন প্রমুখ।

সর্বশেষ খবর