রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

চরফ্যাশনে জলদস্যুদের উপদ্রব জেলে পরিবারে আতঙ্ক

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ইলিশের ভরা মৌসুমে উপকূল ভোলার চরফ্যাশনে মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও ঈদকে সামনে রেখে বেড়ে গেছে জলদস্যুদের উপদ্রব। জেলেদের কাছে উপকূলের ১৯০ কিলোমিটার জলসীমা এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে।

জেলেরা জানান, গত ১৫ দিনে মেঘনার বিভিন্ন পয়েন্টে অন্তত ৫টি ডাকাতির ঘটনায় ৪ জেলে অপহরণসহ লুট হয়েছে ৩টি ট্রলার। মুক্তিপণ দিয়ে জেলে ও ট্রলার উদ্ধার করলেও যেন শঙ্কা কাটছে না। চরফ্যাশন উপকূলের বেশ কয়েকটি মত্স্যঘাট ঘুরে জানা গেছে, আষাঢ়-শ্রাবণ মাসজুড়ে ইলিশের ভরা মৌসুম। কিন্তু মৌসুমের শুরুতে জেলেদের জালে মেলেনি ইলিশ। সারাদিন জাল বেয়ে কাঙ্খিত ইলিশ পাননি জেলেরা, খালি হাতে ফিরতে হয়েছিল তাদের। গত সপ্তাহজুড়ে মেঘনায় প্রচুর ইলিশ ধরা পড়ায় হাসি ফুটেছে জেলেদের মুখে। সামরাজের কয়েকজন জেলে নাম প্রকাশ না করার শর্তে জানান, পুলিশ ও কোস্টগার্ডের নিয়মিত টহল না থাকায় হাতিয়া, সন্দ্বীপ ও নোয়াখালীর বেশ কিছু বাহিনী সমগ্র উপকূল দাবড়িয়ে বেড়াচ্ছে।

সর্বশেষ খবর