রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কুষ্টিয়ায় ভিজিএফ চাল নিয়ে মারামারি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফ’র চাল দেওয়া নিয়ে সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর রহিমপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ওই গ্রামের মজিবর রহমানের প্রতিবন্ধী ছেলে আমান (৪০) মরিচা ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র চাল সংগ্রহ করতে যায়। কিন্তু তাকে দিনভর বসিয়ে রেখে বিকালে তাড়িয়ে দেয়। এতে আমানের পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে চাল বিতরণকারীদের গালমন্দ করে। এ খবর শুনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাল বিতরণকারী মসলেম সর্দারের নেতৃত্বে রাজ্জাক, রাজিব, সজিব, শরিফুল ও টেগু মজিবর রহমানের বাড়িতে হামলা চালায়। তারা মজিবর রহমানের বাড়ির লোকজনকে বেধড়ক মারপিট শুরু করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। এদের মধ্যে রিমন (২৫), বিল্লাল (১৫), তুফান (১৬), মজিবর প্রামাণিক (৬০), তসলিমা (৩৬) ও রাবেয়া খাতুনকে (৪৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় এজাহার দিয়েছেন। সংঘর্ষের বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার জানান, বৈরাগীরচরে সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। থানায় অভিযোগ হয়েছে, সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর