রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আধা কিলোমিটার রাস্তায় যত দুর্ভোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

আধা কিলোমিটার রাস্তায় যত দুর্ভোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে আধা কিলোমিটার সড়কের একাংশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে আধা কিলোমিটার সড়কের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। জৈনা বাজার-কাওরাইদ সড়কের জৈনা বাজার থেকে আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ এলাকা পর্যন্ত রাস্তাটি এখন পায়ে হেঁটে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাধারণ মানুষ ছাড়াও দুটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, দুটি মাধ্যমিক বিদ্যালয়, চারটি প্রাইভেট স্কুল ও কমপক্ষে পাঁচটি শিশু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে চলাচল করে। তলিহাটী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। ইউনিয়ন পরিষদের উন্নয়ন আওতাভুক্ত নয়। উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় রাস্তার বিষয়টি উত্থাপন করেছি। পরে উপজেলার বিভিন্ন অধিদপ্তর প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দ সর্বোপরি জনগণের কথা চিন্তা করে ইট বিছিয়ে সাময়িক সংস্কারের কাজ করার প্রক্রিয়া করছি। ঈদের আগে কিছুটা হলেও চলাচল উপযোগী করা হবে। উপজেলা প্রকৌশলী সুজায়েত হোসেন জানান, আপাতত এ রাস্তা উন্নয়নে কোনো বরাদ্দ নেই। তেলিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বেচ্ছায় রাস্তার চলাচল অনুপযোগী অংশ মেরামত করার প্রতিশ্রুতি দিয়েছেন। ঈদের আগেই এ কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।

সর্বশেষ খবর