রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

প্রতিবন্ধীদের পাশে স্বপন

সিরাজগঞ্জ প্রতিনিধি

যমুনা নদী বেষ্টিত সিরাজগঞ্জের কাজিপুর চরাঞ্চলে দিনদিন প্রতিবন্ধীর সংখ্যা বাড়ছে। বেসরকারী হিসাবে চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নাটুয়ারপাড়া, তেকানী, চরগিরিশ, নিশ্চিন্তপুর, মনসুরনগর ও খাসরাজবাড়ীতে প্রায় ২ হাজার ১০০ প্রতিবন্ধী রয়েছে। দরিদ্র একটি পরিবারে এক থেকে দুজন করে প্রতিবন্ধী রয়েছে। দীর্ঘ সময় এসব প্রতিবন্ধীর কেউ খোঁজখবর না নিলেও সম্প্রতি নাটুয়ারপাড়া গ্রামের জাহিদুল ইসলাম স্বপন নামে এক যুবক তাদের পাশে দাঁড়িয়েছে। প্রতিবন্ধীদের ভাগ্যোন্নয়ন ও তাদের মুখে হাসি ফুটাতে নিরলস কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধীরাও স্বপনকে আশীর্বাদস্বরূপ দেখছে। যুবক জাহিদুল ইসলাম স্বপন জানান, চরাঞ্চলের ছয়টি ইউনিয়নে শিশু থেকে শুরু করে নানা বয়সী প্রায় ২ হাজার ১০০ প্রতিবন্ধী রয়েছে। সমাজের হিতৈষীদের সহযোগিতাসহ নিজস্ব অর্থায়নে নলকূপসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর