রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা
মালবোঝাই ট্রাক ছিনতাই

বন্দর অচলের হুমকি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোল বন্দর থেকে খালাসকৃত ব্যাটারি তৈরির কাঁচামালসহ এক ট্রাক কোটেড ফেব্রিকস ঢাকার ধামরাই থেকে ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে এ ঘটনা ঘটে। এদিকে ট্রাক ছিনতাইকারীদের তত্পরতা বন্ধ না হলে বন্দর অচল করে দেওয়ার হুমকি দিয়েছে বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো।

পুলিশ ও আমদানিকারক সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স কে ই টেকনিক্যাল টেক্সঃ বিডি লি: ভারত থেকে ১২৬ রোল ব্যাটারি তৈরির কাঁচামাল আমদানি করেন। বেনাপোল থেকে গাজীপুর যাওয়ার পথে কাঁচামাল বহনকারী ট্রাকটি ঢাকার ধামরাই থেকে বৃহস্পতিবার ভোররাতে ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ছিনতাই হওয়া পণ্যের মূল্য ২৪ লাখ ৭৪ হাজার টাকা। আমদানিকারকের প্রতিনিধি আবদুর রউফ জানান, ট্রাকের সঙ্গে থাকা মালের স্কট মনির হোসেনকে হাত-পা  বেঁধে রূপগঞ্জে রাস্তার ওপর ফেলে দিয়ে চলে যায় ছিনতাইকারীরা। ট্রাকচালক আবদুল খালেক ছিনতাইকারী দলের সদস্য এবং ট্রাকের মালিক মালমাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত। ঘটনার পর ট্রাক মালিকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি মোবাইল ফোনটি বন্ধ করে দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর