রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

এক পলক

অষ্টগ্রামে ফের সংঘর্ষ আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর বাজারে আওয়ামী লীগ সমর্থিত আদমপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আবদুল মন্নাফ ও সাবেক চেয়ারম্যান ফজলুল করিম বাদলের সমর্থকদের মধ্যে দুই দিনের সংঘর্ষে অন্তত দেড়শ দোকানঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে আহত হয়েছে অর্ধশতাধিক। শুক্রবার দুপুর ১২টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়ে চলে বিকাল ৩টা পর্যন্ত। শনিবার সকালে আবারও সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাজারে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোহসীন উদ্দিন শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দুই দিনের সহিংসতায় আদমপুর বাজারের প্রায় দেড়শ দোকানঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।—কিশোরগঞ্জ প্রতিনিধি

লালমনিরহাটে বজ্রপাতে দুজনের প্রাণহানি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার উফারমারা গ্রামে বজ্রপাতে দুজন নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১২টার দিকে জমিতে কাজ করার সময় মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ পাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলেই  ইসমাইল মিয়ার ছেলে আমির আলি এবং সুধাংশ চন্দ্রের ছেলে সুখধর নিহত হন। পাটগ্রাম থানার ওসি অবনী শংকর কর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

—লালমনিরহাট প্রতিনিধি

মুক্তিযোদ্ধাদের সম্মাননা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। সকাল ১০টায় রাজবাড়ী জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আকবর আলী । —রাজবাড়ী প্রতিনিধি

মালামাল লুট, আটক-২

সাতক্ষীরা সদর উপজেলার কালেরডাঙ্গা গ্রামের আবদুল মাজেদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ দশ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। পুলিশ জানায়, গতকাল সাহরি খাওয়ার আগে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত আবদুল মাজেদকে জিম্মি করে ফেলে। পরে তারা বাড়ির লোকজনকে মারধর করে বেঁধে ফেলে। এরপর আলমারি থেকে ১৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। সদর থানার ওসি জানান, দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।—সাতক্ষীরা প্রতিনিধি

চার সুকানিকে জরিমানা

মুন্সীগঞ্জ শহর লাগোয়া ধলেশ্বরী নদীতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে বালুবোঝাই ৪টি ভলগেটের সুকানিদের ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার ও ইমরুল হাসান জরিমানার এ আদেশ দেন। যাদের জরিমানা করা হয় তারা হলো, এমভি পল্লী মা-১ নামের ভলগেটের সুকানি মাইনুদ্দিন, এমভি তাহমিনা-তানজিলা-২ নামের ভলগেটের চুন্নু হাওলাদার, এমভি শাহজালাল ভলগেটের ফারুক হোসেন ও মায়ের দোয়া ভলগেটের সুকানি জাহিদ হোসেন।—মুন্সীগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর