রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

১১৪ পদের জন্য ৯৯২ আবেদন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

দলীয় পদ নিয়ে সরগরম গাজীপুর। গাজীপুর মহানগরের ৫৭টি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে চলছে যাচাই-বাছাই। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১১৪ পদের জন্য ৯৯২টি আবেদন জমা পড়েছে। ঈদের পর যে কোনো সময় এ কমিটি ঘোষণা দেওয়ার কথা রয়েছে। কমিটি ঘোষণা দেওয়ার আগে জোর লবিং চলছে নেতাদের বাসায় বাসায়। যার যার অবস্থান থেকে পদ পেতে চালিয়ে যাচ্ছে হাই লবিং। তবে মৌসুমী নেতাদের ভিড়ে চাপা পড়ে যাচ্ছেন ত্যাগী-পরীক্ষিত নেতারা। একটি পদের জন্য ৮-১০টি আবেদন জমা পড়েছে। নির্বাচনের ক্ষেত্রে অনেকটাই হিমশিম খাচ্ছেন মহানগরের নেতারা। জানা যায়, ৫৭টি ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি করপোরেশন। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এবার ৫৭টি ওয়ার্ড কমিটি গঠন নিয়ে চলছে চূড়ান্ত যাচাই-বাছাই। কে হবেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সেই আলোচনা সবখানে। পদ পাইয়ে দেওয়ার নামে অনেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগও উঠেছে। ৫৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান টিটু বলেন, ছাত্রজীবন থেকে আমি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত, দলের কর্ণধাররা যদি মনে করেন আমি দলের জন্য কাজ করছি তাহলে আমাকে পদ দেবেন। অপর এক প্রাথী আ. আলিম বলেন যোগ্য প্রার্থীরা দলীয় পদ পাবেন— এটাই সবার প্রত্যাশা। এ ব্যাপারে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুণ নেতা অ্যাড. জাহাঙ্গীর আলম বলেন, তৃণমূল পর্যায়ে যারা দলের জন্য কাজ করছেন এবং আওয়ামী লীগের জন্য নিবেদিতপ্রাণ তাদের হাতেই নেতৃত্ব তুলে দেওয়া হবে। অযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে দেওয়া হবে না। ঈদের পর যে কোনো সময় ওয়ার্ড কমিটি ঘোষণা দেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর