রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বেতন বোনাস দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার শনিবার চারটি রপ্তানিমুখী গার্মেন্টে বকেয়া বেতন, বোনাস এবং ওভারটাইমের দাবিতে বিক্ষোভ মিছিল, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহরের শিবুমার্কেট এলাকা থেকে টাইম সোয়েটারের দুই শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল বের করে ফতুল্লার পঞ্চবটিতে সমবেত হয়। একই সময় বিসিক শিল্পনগরী এলাকা থেকে ক্রোনি গার্মেন্টের শ্রমিকরা মিছিল নিয়ে সেখানে সমবেত হয়। পরে উভয় গার্মেন্টের শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পোস্ট অফিস রোড এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে আধাঘণ্টার মতো সড়ক অবরোধ করে রাখেন। ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু জানান, টাইম সোয়েটারের প্রায় ৩০০ প্রোডাকশন শ্রমিককে গেল বছর ঈদ বোনাস হিসেবে দুই হাজার টাকা করা হয়েছিল। মালিকপক্ষ আশ্বাস দিয়েছিল এ বছর ঈদ বোনাস বাড়ানো হবে। উল্টো গ্রেড অনুযায়ী কমিয়ে দিয়েছে। অপরদিকে ক্রোনি গ্রুপের শ্রমিকরা যে ৬২ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। এদিকে ফতুল্লার গাবতলীর টাগারপাড় এলাকার বেনিনসন গার্মেন্ট এবং ইসদাইর এলাকার এম রহমান গার্মেন্টের শ্রমিকরা বকেয়া বেতন এবং ওভারটাইমের দাবিতে একই সময় বিকেএমইএ’র নারায়ণগঞ্জ প্রধান কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন। পরে তারা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন। এ সময় সংহতি জানিয়ে বক্তৃতা করেন— সলিম মাহমুদ, জাহাঙ্গীর আলম গোলক, সাইফুল ইসলাম শরীফ। সিদ্ধিরগঞ্জেও অসন্তোষ : সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি জানান, সিদ্ধিরগঞ্জে মুনলাক্স এ্যাপারেলস ও লিথি এ্যাপারেলস নামে দুটি পোশাক তৈরি কারখানায় শনিবার শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এ সময় শ্রমিকরা সড়ক অবরোধ ও কারখানার অভ্যন্তরে ভাঙচুর চালায়। মুনলাক্সের শ্রমিকরা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে। পরে মালিক পক্ষের লোকজন এক শ্রমিককে মারধর করলে কারখানার ভেতরে ব্যাপক ভাঙচুর ও কর্মকর্তাদের মারধোর করে। ভাঙচুরকালে কাচের টুকরার আঘাতে কারখানার অন্তত ১০ শ্রমিক আহত হন। এর মধ্যে গুরুতর আহত পারভেজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শ্রমিকরা জানান।

সর্বশেষ খবর