Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৪ জুলাই, ২০১৬ ০০:১৭
খাগড়ছড়িতে ভেঙে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বিদুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎ আছে তো ভোল্টেজ নেই। বিদ্যুৎ থাকা অবস্থায়ও বাসা-বাড়িতে লোকজন জেনারেটর ভাড়া করে পানি তুলছে। লো ভোল্টেজের ফলে ফ্যানের পাখা ঘোরে না। বাতি জ্বলে মিটিমিট করে। বাসা-বাড়ির বহু ফ্রিজের জিনসপত্র ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। জেলার প্রতিটি মসজিদে মুসল্লিরা তারাবির নামায পড়ছেন জেনারেটর চালিয়ে। বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকোশলী আবু জাফর জানান, ৩৩ কেভি লাইনের নতুন তার লাগানো হচ্ছে। এ কাজ শেষ হলে ভোল্টেজ বাড়বে বলে তিনি দাবি করেন। রাতে, দিনে ও সাহরির সময় ভোল্টেজের একই অবস্থা বিরাজমান থাকায় গ্রহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow