সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পৌরসভায় যেমন বাজেট

প্রতিদিন ডেস্ক

২০১৬-২০১৭ অর্থবছরের জন্য মঙ্গলবার দেশের চারটি পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। পেশ করেন সংশ্লিষ্ট মেয়ররা। প্রতিনিধিদের পাঠানো খবর—

মংলা : বাগেরহাটের মংলা পোর্ট পৌরসভার ৬৫ কোটি ৬৫ লাখ ৩৪ হাজার ৩১১ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র মো. জুলফিকার আলী। বিরামপুর ও সেতাবগঞ্জ : দিনাজপুরের বিরামপুর পৌরসভার ৬০ কোটি ৯৩ লড়্গ টাকার বাজেট ঘোষনা করেন মেয়র আলহাজ লিয়াকত আলী সরকার টুটুল। অপরদিকে, সেতাবগঞ্জ পৌরসভার সভাকক্ষে প্রসত্মাবিত বাজেট পেশ করেন পৌরমেয়র মোঃ আব্দুস সবুর। খাগড়াছড়ি : খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম ১১৬ কোটি ৭৪ লাখ ৬৮১ টাকার বাজেট ঘোষণা করেন।  পার্বতীপুর : নতুন করারোপ ছাড়াই পার্বতীপুর পৌরসভার প্রায় ১১ কোটি টাকার বাজেট ঘোষণা করেন পৌরমেয়র এজেডএম মেনহাজুল হক। রাঙামাটি : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ২০১৬-২০১৭ অর্থবছরের ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এ বাজেট ঘোষণা করেন। প্রস্তবিত বাজেটে আয়ের খাতে উন্নয়ন ও সংস্থাপন ব্যয় বাবদ সরকার থেকে ৫৭ কোটি ৩০ লাখ টাকা থোক বরাদ্দ এবং পরিষদের নিজস্ব আয় থেকে ২ কোটি ৭০ লাখ টাকা ধরা হয়েছে।  নেত্রকোনা : নতুন কোনো করারোপ ছাড়াই নেত্রকোনা পৌরসভার ৮০ কোটি ৮২ লাখ ৭৮ হাজার টাকার বাজেট ঘোষিত হয়েছে। বৃহস্পতিবার নেত্রকোনা পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র নজরুল ইসলাম খান এ বাজেট ঘোষণা করেন। এ সময় বক্তৃতা করেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর