মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পদ্মায় নৌযান চলাচল ব্যাহত ঝুঁকি নিয়ে ফিরছে মানুষ

মাদারীপুর প্রতিনিধি

গতকাল সকাল থেকেই আবহাওয়া বিরূপ হয়ে উঠায় নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে দেশের অন্যতম নৌরুট মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি-শিমুলিয়ায়। গত বৃহস্পতিবার থেকে ঈদের সরকারি ছুটি শুরু হওয়ায় শুক্রবার থেকেই বাড়ি ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ। এদিকে গত রবিবার থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় ঘরমুখো মানুষের যাত্রা বিঘ্নিত হচ্ছে। বাড়ি ফেরায় বাড়তি দুর্ভোগ হিসেবে  দেখা দিয়েছে এই বৈরী আবহাওয়া। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, যাত্রীসেবা নিশ্চিত করতে ট্রাক পারাপার বন্ধ রেখেছে। তাছাড়া শিমুলিয়া ঘাট থেকে যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। বিআইডব্লিউটিএ’র কাওড়াকান্দি লঞ্চ ঘাট সূত্রে জানা গেছে, আবহাওয়া খারাপ থাকায় পদ্মা কিছুটা উত্তাল। ফলে অপেক্ষাকৃত বড় লঞ্চগুলোই সকাল থেকে চলাচল করছে। বর্তমানে ৭৭টি লঞ্চ যাত্রীসেবায় নিয়োজিত রয়েছে। আবহাওয়া আরও খারাপ হয়ে উঠলে ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখা হবে বলেও জানা গেছে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ বলেন, ‘প্রশাসনের ব্যাপক তদারকির মধ্য দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে কাওড়াকান্দি ঘাট। যাত্রীসেবা নিশ্চিত করতে প্রশাসনের ব্যপক তত্পড়তা রয়েছে। পুলিশ, র‍্যাব, আনসার, ফায়ার সার্ভিস, ভ্রাম্যমাণ আদালত একযোগে কাজ করে যাচ্ছে কাওড়াকান্দি ঘাটে।

সর্বশেষ খবর