মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কোথায় কখন ঈদের জামাত

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সময় ভেদে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের জামাত। নিজস্ব প্রতিবদেক ও প্রতিনিধিদের খবর—

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তত্ত্বাবধানে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় নগরীর মসজিদ জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯ টায়। তাছাড়া বাকলিয়া চসিক স্টেডিয়ামে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায়, লালদীঘি জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, জালালাবাদ সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে কাউন্সিলরগণের তত্ত্বাবধানে ১টি করে প্রধান ঈদ জামাত ও অন্যান্য ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বরিশাল : বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় নগরীর বান্দ রোডের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে। সিটি মেয়র আহসান হাবিব কামালসহ স্থানীয় শীর্ষ রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার চরমোনাই দরবার শরিফ মাঠে সকাল ৯টায়। এছাড়া পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ছারছিনা দারুস সুন্নত আলীয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টায়, ঝালকাঠীর এনএফ কামিল মাদ্রাসা মাঠে ময়দানে (কায়েদ সাহেব হুজুরের ময়দান) সকাল ৯টায়, পটুয়াখালীর মীর্জাগঞ্জ হজরত ইয়ারউদ্দিন খলিফা (রা.) দরগাহ শরিফে সকাল ৮টায় এবং বরিশালের উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে সকাল ৯টায় বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা : খুলনায় ঈদের প্রধান জামাত খুলনা সার্কিট হাউজ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত টাউন জামে মসজিদে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দান ও নিউমার্কেটস্থ বায়তুন-নূর মসজিদ কমপ্লেক্সে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  রাজশাহী : রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হজরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এছাড়া সকাল ৮টায় নগরীর সাহেব বাজার বড় রাস্তায় এবং একই সময় টিকাপাড়ায় মহানগর ঈদগাহ ময়দানে ঈদের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে। রংপুর : রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। এছাড়া কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম ও সাড়ে ৯টায় দ্বিতীয় এবং সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত নগরীর কারামতিয়া জামে মসজিদ মাঠ, জিলা স্কুল মাঠ, পুলিশ লাইন্স ঈদগাহ মাঠ, মুন্সীপাড়া কবরস্থান ঈদগাহ মাঠ, জুম্মাপাড়া নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠসহ শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বাগেরহাট: বাগেরহাটের ষাটগুম্বুজ মসজিদে সকাল ৮টায় প্রথম, সাড়ে ৮টা দ্বিতীয় এবং সকাল ৯ টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা শহরের আলিয়া মাদ্রাসা ময়দানে সকাল ৮টা, খানজাহান আলী দরগাহর মসজিদ, পুরাতন কোর্ট মসজিদ, খানজাহানিয়া বায়তুল ফালাহ মসজিদে সকাল সোয়া ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় নিমতলা-ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। দিনাজপুর : দিনাজপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর