শিরোনাম
মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পৌর মেয়র ও ওসির নামে চাঁদা আদায়

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পৌর মেয়র ও ওসির  নামে লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হয়। এই টাকা পৌরসভার রশিদ ব্যবহার করে উত্তোলন করা হলেও  পৌরসভার ফান্ডে জমা হয় না। ফলে  গত  দুবছরে সরকার প্রায় ৬০ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে । সূত্র জানায়, হরিণাকুন্ডু পৌরসভায় ঢুকতেই ৭০০ ইঞ্জিনচালিত মোটরভ্যান, নসিমন, করিমন, আলমসাধুসহ একাধিক অবৈধ যানবাহন থেকে প্রতিনিয়ত ১০ টাকা ও মাসে ১০০ টাকা করে চাঁদা আদায় করা হয়ে থাকে। সঙ্গে হরিণাকুন্ডু পৌরসভার ১০ টাকার চাঁদা আদায়ের রশিদ ধরিয়ে দেওয়া হচ্ছে। হরিণাকুন্ডু থানার ওসি ও পৌরসভার নামে দীর্ঘ দুবছর ধরে বিপুল অঙ্কের চাঁদা আদায় করে বলে ৭০০ মোটরভ্যান, নসিমন, করিমন, আলমসাধুসহ একাধিক গাড়ির মালিকরা জানিয়েছেন। এই টাকা তুলছেন হরিণাকুন্ডুর ঝড়ু, মারুফ, চাঁন, জহুরুল ও নাজের।  ছোটখাটো যানবহন চালকরা টাকা না দিয়ে তাদের গাড়ি আটকিয়ে রেখে শায়েস্তা করা হয়। টাকার ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি এবং  মেয়র না জানলে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারা গ্রহণ করে না। বিষয়টি নিয়ে হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান কে চাঁদার টাকা  আদায় করে তা আমার জানা নেই। তবে তদন্ত করে দেখা হবে।হরিণাকুন্ডু পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিন্টুর কাছে জানতে চাইলে তিনি জানান, কারা টাকা নেয় তা তার জানা নেই।

সর্বশেষ খবর