মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ভূমি অফিসের হয়রানি রোধে উদ্যোগ

নালিতাবাড়ী প্রতিনিধি

জনসেবার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সেবা গ্রহীতাদের হয়রানি রোধে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ভূমি অফিসের সেবা সংক্রান্ত তথ্য বোর্ড স্থাপন করা হয়েছে। সম্প্রতি উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং টিআইবির সহযোগিতায় তথ্য বোর্ডটি স্থাপন করা হয়। টিআইবি সূত্রে জানা গেছে, জনগণের হয়রানি রোধে উপজেলা ভূমি অফিসে তথ্য বোর্ডটি স্থাপন করা হয়। এর ফলে সেবা গ্রহীতা ভূমি অফিসের বিভিন্ন সেবার মূল্য সম্পর্কে খুব সহজেই জানতে পারবেন। এ ছাড়াও ভূমি অফিসে উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অতিদায়িত্ব) তরফদার সোহেল রহমান, সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর সভাপতি জোবায়দা খাতুন, সনাক টিআইবির এরিয়া ম্যানেজার এসএম আতিকুর রহমান সুমন, সনাক-টিআইবির তথ্য প্রদানকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ।

সর্বশেষ খবর