সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পিপিআর রোগে এক মাসে ২০০ ছাগলের মৃত্যু

আমতলী

আমতলী প্রতিনিধি

বরগুনা জেলার আমতলী উপজেলার সর্বত্র ছাগলের পিপিআর রোগ ছড়িয়ে পড়েছে। গত এক মাসে এ রোগে আক্রান্ত হয়ে দুই শতাধিক ছাগলের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। তবে আমতলী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ড. আলতাফ হোসেন জানান, পিপিআর রোগে ছাগলের মৃত্যুর খবর তার জানা নেই। জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নেই ছাগলের পিপিআর রোগ দেখা দিয়েছে। সব চেয়ে নাজুক পরিস্থিতি গুলিশাখালী, কুকুয়া ও চাওড়া ইউনিয়নে। আমড়াগাছিয়া গ্রামের কৃষক ইদ্রিস মিয়া জানান, তার চারটি ছাগল এ রোগ আক্রান্ত হয়েছে। কুকুয়া গ্রামের তোমেজ ফরাজী বলেন, তার একটি ছাগলের মুখ থেকে প্রথমে লালা বের হয়। এরপর গায়ে জ্বর উঠে। পরে ছাগলটি পেট ফুলে মারা গেছে। একই লক্ষণের কথা জানান— আমড়াগাছিয়া গ্রামের আব্বাস মিয়া ও আলম মিয়া। তাদের দুটি ছাগল মারা যায়।

সর্বশেষ খবর