সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বিলুপ্ত ছিটমহলে জাতীয় পরিচয়পত্র প্রদানে তথ্য সংগ্রহ শুরু

লালমনিরহাট, নীলফামারী ও ফুলবাড়ী প্রতিনিধি

লালমনিরহাটসহ দেশের ১১১টি বিলুপ্ত ছিটমহলের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে গতকাল সকাল থেকে শুরু হয়েছে তথ্য সংগ্রহের কাজ। সকালে সংশ্লিষ্ট  জেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে এ কাজ শুরু হয়। জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ সম্পন্ন হলে আগামী  ৪ সেপ্টেম্বর প্রত্যেক নাগরিকের হাতে পরিচয়পত্র সরবরাহ করা হবে। সকালে লালমনিরহাটের অধুনালুপ্ত ভিতরকুটি ও বাশপচাঁই ছিটমহলে এ তথ্য সংগ্রহ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। লালমনিরহাট জেলা নির্বাচন অফিসের তথ্য সংগ্রহকারী আবদুর রউফ সরকার জানান, তথ্য সংগ্রহ কাজ শেষ হবে আগামী ১৬ জুলাই। নীলফামারী : অধুনালুপ্ত নীলফামারীর ছিটমহলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম গতকাল শুরু হয়েছে। চলবে ১৬ জুলাই পর্যন্ত। ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে সংযুক্ত বিলুপ্ত ৩১ নম্বর ছিটমহল নগর জিগাবাড়িতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে নির্বাচন অফিস। উপজেলা নির্বাচন অফিস আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে প্রথম দিন নাম নিবন্ধন, ভোটার হয়েছে কিনা এবং ভোটার হওয়ার যোগ্যদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ফুলবাড়ী (কুড়িগ্রাম) : বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। গতকাল ভোটার তালিকায়  নাম অন্তর্ভুক্তির কাজ আনুষ্ঠানিকভাবে  শুরু করা হয়। এ কাজের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবেন্দ্র নাথ উরাঁও।

সর্বশেষ খবর