সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

এক পলক

মহিলা পরিষদের সমাবেশ

ফরিদপুরের মধুখালীতে মহিলা পরিষদের উদ্যোগে স্থানীয় টাওয়ার বিল্ডিংয়ের সামনে গতকাল জঙ্গি হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুরাইয়া সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন— মনোজ সাহা, রেজাউল হক বকু, আবু সাঈদ মিয়া, মির্জা আহসানুজ্জামান আজাউল প্রমুখ। এ সময় তারা দেশে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। —ফরিদপুর প্রতিনিধি

কয়েদির মৃত্যু

দিনাজপুর কারাগারের মনসুর আলী (৪৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মনসুর দিনাজপুর দুই নম্বর উপশহরের শামসুল আলমের ছেলে। গতকাল সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে নিশ্চিত করেন জেলার মেহেদি হাসান। উল্লেখ্য, গত ১৩ জুন মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে এক মাসের সাজা হয় মনসুরের। কাল তার মুক্তি পাওয়ার কথা ছিল। শনিবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হলে প্রথমে তাকে জেল হাসপাতালে পরে দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়। —দিনাজপুর প্রতিনিধি

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাব্বির আলী নামে এক যুবক দগ্ধ হয়েছেন। পেশায় সাইকেল মেকার সাব্বির শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুরের রাশেদুল ইসলামের ছেলে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তারে আগুন ধরে যাওয়ার এক পর্যায়ে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

—চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কলেজ জাতীয়করণ দাবি

বরিশালের উজিরপুর উপজেলার আলহাজ বিএন খান ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। গতকাল উপজেলা চত্বরে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসী আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য দেন— এসএম জামাল হোসেন, গোলাম মোর্শেদ তালুকদার, আমির হোসেন মিয়াসহ অন্যরা।

—নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শিবির নেতা আটক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির এইচআরডি সম্পাদক শাহীন আহমদকে গতকাল তার গ্রামের বাড়ি থেকে আটক করেছে পুলিশ। তিনি লৈয়ারহাই গ্রামের শাখাওয়াত আলীর ছেলে। পুলিশ জানায়, শাহীন একাধিক নাশকতা মামলার পলাতক আসামি। ঢাকা ডিএমপিতে তার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

—মৌলভীবাজার প্রতিনিধি

মাদক দ্রব্যসহ গ্রেফতার ৪৩

নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। সিএমপি সূত্র জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। —নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঈদ পুনর্মিলনী

টাঙ্গাইলের সখীপুরে কবি ও  লেখকদের ঈদপূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার শিল্পী প্রাঙ্গণে এ ঈদপূর্ণমিলনী উপলড়্গে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গীতিকবি,সাংবাদিক ও কণ্ঠশিল্পী মোজাম্মেল হক সজলের সভাপতিত্ত্তে আলোচনায় সভায় কথা সাহিত্যিক শাহআলম সাজু, কবি মির্জা সাঈদ,কবি গালিব মোলস্না জাকির, গীতিকবি তুহিন সিদ্দিকী, কবি ইউনূস আলীম, কবি আনোয়ার কবির,কবি শাহআলম সানি, গল্প লেখক রকিবুল আমিন, কবি জাহিদ আল মামুন,কবি মার্শাল মাসুম সহ ত্রিশজন কবি,লেখক ও কথাসাহিত্যিক  অংশনেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি আতিকুর রহমান তাহের।

 —সখীপুর প্রতিনিধি

জল জোছনায় নাজমুল

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল খুলনা বিভাগীয় কমিশনার নালিতাবাড়ীর সন্তান আবদুস সামাদ ফারুকের প্রকাশিত ‘জল জোছনায় নাজমুল’ গ্রন্থের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে বিকালে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমরা নালিতাবাড়ীবাসী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় প্রেসক্লাবের সভাপতি এমএ হাকাম হীরা। এ ছাড়া গ্রন্থের ওপর আলোচনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা আবদুল হালিম উকিল, আবদুল গনি, অধ্যক্ষ সিরাজ উদ-দ্দৌলা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোয়াজেম হোসেন, প্রধান শিক্ষক যোগেন রায়, অ্যাডভোকেট শুধাংশু কালোয়ার,  গোলাম কিবরিয়া ভুলু, কবি কোহিনুর রুমা প্রমুখ। আলোচনা সভার আগে লেখককে ফুল দিয়ে বরণ করা হয়। উল্লেখ্য, ‘জল জোছনায় নাজমুল’ গ্রন্থের নাজমুল আহসান  একাত্তরের ৬ জুলাই স্বাধীনতা যুদ্ধে উপজেলার কাটাখালী ব্রিজ ধ্বংস করতে গিয়ে পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন। নাজমুল আহসান তখন বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

—নালিতাবাড়ী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর