Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১২ জুলাই, ২০১৬ ০০:০৯
সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে সারা দেশে র‌্যালি আলোচনা সভা
প্রতিদিন ডেস্ক

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে প্রতিরোধ গড়ার লক্ষ্যে সারা দেশে সচেতনতামুলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল এ কর্মসূচি পালিত হয়। তাদের স্লোগান ছিল ‘ইসলামের মূলনীতি-শান্তি শান্তি, জঙ্গিবাদ করে যারা জাতির শত্রু তারা’। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বরিশাল : জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউস চত্বরে শেষ হয়। র‌্যালিতে ড. গাজী মো. সাইফুজ্জামান, এসএম আক্তারুজ্জামানসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন। বগুড়া : র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। আলোচনায় বিভিন্ন মসজিদের ইমামরা অংশ নেন। বক্তৃতা করেন আশরাফ উদ্দিন, আসাদুজ্জামান প্রমুখ। টাঙ্গাইল : সকালে জঙ্গিবাদবিরোধী মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন মজজিদের ইমাম, মোয়াজ্জিনমহ আলেম-ওলামারা অংশ নেন। পরে জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে সমাবেশে শরিফ উদ্দিনের সভাপতিত্বে কাজী গোলাম আহাদ, আশরাফুজ্জামান স্মৃতি বক্তৃতা করেন। পঞ্চগড় : জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ফাউন্ডেশন হলরুমে আলোচনা সভা হয়। আবুল বাসারের সভাপতিত্বে বক্তব্য দেন— অমল কৃষ্ণ মণ্ডল, গিয়াস উদ্দীন আহম্মেদ প্রমুখ। নেত্রকোনা : মোক্তারপাড়া বকুলতলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ড. ওমর ইবনে হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজী মোজাম্মেল হোসেন টুকু। নওগাঁ : সদর উপজেলা পরিষদ থেকে র‌্যালি বের হয়ে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক। সভাপতিত্ব করেন ইউএনও রবিউল ইসলাম। কিশোরগঞ্জ : জেলা কালেক্টরেট সম্মেলনকক্ষে আয়োজিত সভায় আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষকসহ আলেম-ওলামা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ : ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন আবুল কালাম। উপস্থিত ছিলেন মাজহারুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম। বরগুনা : শহরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ড. মহা. বশিরুল আলম, বিজয় বসাক, আ. রাজ্জাক রনি প্রমুখ বক্তব্য দেন।  চাঁদপুর : হাজীগঞ্জ উপজেলা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল। উপস্থিত ছিলেন— শামছুন্নাহার, আবদুর রশিদ মজুমদার প্রমুখ। গাইবান্ধা : র‌্যালি শেষে সদর উপজেলার ইউএনও আশরাফুল মমিনের সভাপতিত্বে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। র‌্যালিতে বিভিন্ন মসজিদের ইমাম ও মুসুল্লিসহ নানা স্তরের মানুষ অংশ নেন। এছাড়া সাদুল্যাপুর ও সাঘাটা উপজেলায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) : আড়াইহাজার উপজেলা পরিষদ মাঠে গণসমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম বাবু এমপি। বিশেষ অতিথি ছিলেন, মিয়া মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নারী ভাইস চেয়ারম্যান জোসনা খাতুন প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow