শিরোনাম
মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মেঘনায় পড়ে মা মেয়ে নিখোঁজ

বরগুনা প্রতিনিধি

মেঘনায় পড়ে মা মেয়ে নিখোঁজ

মা-বোন হারিয়ে নির্বাক নুসরাত

ঢাকা থেকে বরগুনাগামী এমভি সম্রাট নামক একটি যাত্রীবাহী লঞ্চে দুই মেয়েকে নিয়ে বরগুনায় আসার পথে  মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন মা পরীবানু ও মেয়ে নাজিয়াত। লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে চাঁদপুরে ঘাট দেওয়ার পর পরীবানু লঞ্চের শেষ দিকে পা ধোয়ার জন্য গেলে স্লিপ কেটে নদীতে পড়ে যান। এ সময় তার ৯ বছরের মেয়ে নাজিয়াত মাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিলে দুজনেই নিখোঁজ হন। যাত্রীদের কাছে থাকায় বেঁচে যায় সাত বছরের ছোট মেয়ে নুসরাত। লঞ্চটি বরগুনা ঘাটে আসার পরে স্থানীয় লোকজনের মাধ্যমে বরগুনা পুলিশ  বিষয়টি জানতে পেরে লঞ্চ থেকে ছোট মেয়ে নুসরাতকে উদ্ধার করে।  নুসরাত পুলিশের কাছে জানান, তার বাবার নাম আক্তার হোসেন। তিনি ঢাকার যাত্রাবাড়ীতে একটি চশমার দোকানে কাজ করেন। তার বড় ভাই আল-আমিন ঢাকার ধলপুর লিচু বাগান মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। মায়ের সঙ্গে নিখোঁজ বড় বোন নাজিয়াত ও নুসরাত ঢাকার সাউদুল কোরান মহিলা মাদ্রাসার দ্বিতীয় ও প্রথম শ্রেণির ছাত্রী। রবিবার বিকাল ৫টায় তারা ঢাকার সদরঘাট থেকে বরগুনাগামী লঞ্চ এমভি সম্রাটে উঠেছিল। বরগুনাতে তার ফুফু বাড়ি আসতে ছিল তবে ফুফু বাড়ি কোথায় তা নিশ্চিত করে বলতে পারেনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর