মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

চাঁপাইয়ে দুই ‘জেএমবি’ আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে দুই ‘জেএমবি’ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। আটকরা হলো— সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে গ্রাম্য ডাক্তার সাইফুদ্দিন ওরফে সাইফুল ইসলাম ওরফে জামাল (৪০) ও সুন্দরপুর ইউনিয়নের মরা পাগলা গ্রামের হারুনুর রশিদের ছেলে আবুল কাসেম ওরফে তরিকুল (৩৫)। পুলিশের দাবি— গতকাল ভোর রাতে বড় ধরনের নাশকতা চালানোর প্রস্তুতি সভা চলাকালে ইসলামপুর ইউনিয়নের সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে ২০টি তাজা ককটেলসহ দুই জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। প্রায় ৩৫ জন পালিয়ে গেছে। বিকালে আটক দুজনকে জেলা পুলিশ অফিসে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় জামাল এবং তরিকুল সাংবাদিকদের জানান, তারা দীর্ঘদিন ধরে জেএমবির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং জেএমবির সঙ্গে জড়িত হওয়ার আগে তারা জামায়াতের সক্রিয় সদস্য ছিল। পাবনায় দুই  জেএমবি ৩ দিনের রিমান্ডে : পাবনা প্রতিনিধি জানান, পাবনার সুজানগরের পালপাড়া থেকে গ্রেফতারকৃত সন্দেহভাজন ২ জেএমবি সদস্য ওমর ফারুক ও সানাউল্লাহর ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার পাবনা আমলি আদালত-৪ এ মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক রেজাউল করিম ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, শনিবার ভোররাতে তাদের সুজানগর পৌর এলাকার পালপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই ২ জেএমবি সদস্যকে আটক করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর