মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতার লাশ নিয়ে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি

রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত আবদুর রহিমের লাশ এলাকায় ঢুকতে বাধা দেওয়ায় রবিবার রাতে জেলা প্রেসক্লাবের সামনে লাশ নিয়ে মানববন্ধন করেছেন তার স্বজন ও সমর্থকরা। গতকাল সকালে পুলিশি নিরাপত্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে লাশ এলাকায় নেওয়া হয়। দুপুরে জানাজা শেষে দাফন করা হয় নিজ গ্রামে। নিহতের ঘটনায় গতকাল বিকাল পর্যন্ত মামলা হয়নি। শুক্রবার রায়পুরার চানপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে এমপি রাজু সমর্থক ও রাজুবিরোধী— আওয়ামী লীগের এ দুই গ্রুপের সংঘর্ষে আবদুর রহিমসহ ১৬ জন আহত হন। এ সময় লুটপাট করা হয় দুই শতাধিক বাড়িঘর। আহত আবদুর রহিম রবিবার সকালে ঢাকা মেডিকেলে মারা যান। রহিমের বাবা নাজিমসহ শহিদ, রিপা ও তাজুল বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

সর্বশেষ খবর