মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

তিন স্থানে সংঘর্ষ আহত ৩৬

প্রতিদিন ডেস্ক

পটুয়াখালীর বাউফলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এছাড়া ঢাকার ধামরাইয়ে শালিস বৈঠকে ও ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত হয়েছে। এতে জখম হয়েছেন ৩০ জন। প্রতিনিধিদের খবর—

বাউফল : পটুয়াখালীর বাউফল সরকারি কলেজের একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে গতকাল ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে উভয় পক্ষের ছয়জন। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধামরাই : ঢাকার ধামরাইয়ের চাপিল বংশী নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা নিয়ে শালিসে গত রবি ও শুক্রবার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয়পক্ষের ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া : ইউপি নির্বাচনী বিরোধের জের ধরে গতকাল দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে বিরামপুর গ্রামের সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ঘর-বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় দাঙ্গাবাজরা। জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর