Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
প্রকাশ : মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১২ জুলাই, ২০১৬ ০০:১২
সড়ক দুর্ঘটনায় নিহত ৫
প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় বরিশাল, গাইবান্ধা ও বাগেরহাটে পাঁচজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— বরিশাল : গৌরনদী উপজেলার তারাকুপি এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় ফেরদৌস নামে এক মোটরসাইকেল চালক নিহত ও দুই আরোহী আহত হয়েছেন।

এদিকে একই উপজেলার বেজহার এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ফরিদা বেগম নামে এক নারী নিহত আহত হয়েছেন তিনজন। গাইবান্ধা : ফুলছড়ি উপজেলায় হোসেনপুরে গতকাল অটোরিকশার চাপায় আয়নাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে গোবিন্দগঞ্জের কালিতলা মাজার এলাকায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বাসের ছাদে থাকা এক যুবক মহাসড়কের পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। বাগেরহাট : শহরতলীর কাড়াপাড়ায় গতকাল যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ইজাবজাবুল হক নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন মাহেন্দ্র চালকসহ ৯ আরোহী।

এই পাতার আরো খবর
up-arrow