মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জাতীয়করণ করা হলো বাঞ্ছারামপুর কলেজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

সাবেক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন এ বি তাজুল ইসলামের প্রচেষ্টায় অবশেষে জাতীয়করণ করা হলো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বিশ্ববিদ্যালয় কলেজ। এ-সংক্রান্ত চিঠি গতকাল দুপুরে কলেজে পৌঁছলে উল্লাসে ফেটে পড়েন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। কলেজটি জাতীয়করণের তথ্য নিশ্চিত করেন প্রিন্সিপাল প্রফেসর আ. রহিম এবং কলেজ পর্ষদের সভাপতি ও বাঞ্ছারামপুর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম। এদিকে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ক্যাপ্টেন এ বি তাজুল ইসলামকে স্বাগত জানিয়ে দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীসহ এলাকাবাসী মিছিল বের করেন। মিছিলটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান র্ভূইয়া, প্রজন্ম-৭১ এর সভাপতি রুহুল আমীন টিপু, পৌর ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমেদ, অরুণ মিয়া, পৌর যুবলীগের কামাল আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি সায়েদুল ইসলাম ভুইয়া বকুল, সম্পাদক মো. তফাজ্জল হোসেন প্রমুখ বক্তৃতা করেন। কলেজটি জাতীয়করণের মধ্য দিয়ে ক্যাপ্টেন তাজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে বক্তারা তাকে ধন্যবাদ জানান। সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ক্যাপ্টেন তাজ স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়ে দেন। ‘যেমন কথা তেমন কাজ, করে দেখান ক্যাপ্টেন তাজ’— স্লোগানটি যৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর