বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা
বাহাই নেতাকে গুলি

ছয় জঙ্গির বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিনকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় ছয় জেএমবি সদস্যের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এই ছয় আসামির পাঁচজনই জাপানি নাগরিক হোশি কোনিও ও মাজারের খাদেম হত্যা মামলারও আসামি। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) হোসেন আলী জানান, এ চার্জশিট বারো দিন আগে আদালতে জমা দেওয়া হয়। তিনি বলেন, গত ৩০ জুন জেএমবির ছয় সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এদের মধ্যে দুজনকে গ্রেফতার ও অন্যদের পলাতক দেখানো হয়েছে। এদের মধ্যে কারাগারে আটক রয়েছেন জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছাহাক আলী। অভিযোপত্রে পলাতক দেখানো জেএমবি সদস্যদের মধ্যে রয়েছেন সাদ্দাম হোসেন ওরফে রাহুল, আহসান উল্লাহ আনসারী, মোসাব্বিরুল আলম খন্দকার ওরফে রিপন ওরফে প্রিন্স ও নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল ওরফে হাসান।

সর্বশেষ খবর