বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

খুলনা বরগুনায় ৭ ‘জঙ্গি’ আটক

প্রতিদিন ডেস্ক

খুলনায় জঙ্গি সন্দেহে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্রসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া মাগুরা থেকে আটক করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দুজন। তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর— খুলনার কয়রা থানা পুলিশ গতকাল ভোররাতে উপজেলার কারিকর পাড়া থেকে জঙ্গি সন্দেহে চারজনকে আটক করেছে। তারা হলেন— যশোর কেশবপুরের জুবায়ের, খুলনা ডুমুরিয়ার রাকিব, পাইকগাছার আলামিন ও তানভীর সরদার। এ সময় তাদের কাছ থেকে একটি দেশিয় সার্টার গান, তিন রাউন্ড বন্দুকের গুলি পাঁচটি বোমা সদৃশ বস্তু ও কয়েকটি জিহাদি বই জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের। এ ঘটনায় অস্ত্র ও নাশকতার অভিযোগে দুটি মামলা হয়েছে। এদিকে ফেসবুকে জঙ্গি তত্পরতায় সম্পৃক্ততার অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র রবিউল হাসান ইমনকে আটক করা হয়েছে। গতকাল ভোরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ছাড়া মাগুরা শালিখা উপজেলার সীমাখালী এলাকা থেকে গতকাল সন্দেহভাজন জঙ্গি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক ছাত্রের নাম আবদুল নূর। তিনি চট্টগ্রামের পটিয়া এলাকার সৌদি প্রবাসী আবদুর রশিদের ছেলে। এ সময় ভাড়াটে মোটরসাইকেল চালক তারেক হোসেনকেও আটক করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর