Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ জুলাই, ২০১৬ ২৩:৪৩
জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
প্রতিদিন ডেস্ক

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ সারা দেশে অব্যাহত গুপ্তহত্যার প্রতিবাদে গতকালও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— রংপুর : সকালে রংপুর নগরীতে জেলা গণতান্ত্রিক বাম মোর্চা। মিছিল শেষে জাহাজ কোম্পানী মোড়ে বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সদস্য পলাশ কান্তি নাগ, জেলা গণসংহতি আন্দোলনের সদস্য প্রত্যয়ী মিজান প্রমুখ। নোয়াখালী : নোয়াখালীতে গণতান্ত্রিক বাম মোর্চা  নোয়াখালী টাউনহল চত্বরে জেলা শাখা মানববন্ধন  কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা ফ্যাসিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। মুন্সীগঞ্জ : বিক্ষোভ মিছিল শেষে শহরের কেন্দ ীয় শহীদ মিনারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ মো. মহিউদ্দিন। জেলা যুবলীগ সভাপতি আখতার উজ্জামান রাজীবের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছুজ্জামান আনিছ, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফসার উদ্দিন ভূইয়া, জেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক মো. মতিউল ইসলাম হিরু ও যুবলীগ নেতা জালাল উদ্দিন রাজন রুমি, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান, সদর উপজেলা যুবলীগ সভাপতি বাদল প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগ সভাপতি এ টি এম দেলোয়ার হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow