বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পুলিশের বিরুদ্ধে ইজি চালকদের ক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যে ২২টি মহাসড়কে থ্রি-হুইলার অটোরিকশা, টেম্পুসহ অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে ফতুল্লা-পাগলা সড়কের নাম নেই। তারপরও অজ্ঞাত কারণে এ সড়কে চলাচলকারী ইজিবাইকের বিরুদ্ধে অভিযানের নামে সেগুলো ভাঙচুর করার অভিযোগ উঠেছে ফতুল্লা মডেল থানা পুলিশের বিরুদ্ধে। এতে পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে উঠছেন এসব যানবাহনের সঙ্গে যুক্ত প্রায় অর্ধলাখ মালিক-শ্রমিক। পুলিশের এমন আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের নামার প্রস্তুতি নিচ্ছেন তারা। এ বিষয়ে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল আলম জানান, ফতুল্লা ও নারায়ণগঞ্জ শহরের কোন কোন সড়কে ইজিবাইক চলাচল করতে পারবে আমরা তা নির্দিষ্ট করে দিয়েছি। এর ব্যত্যয় ঘটলে পুলিশ ব্যবস্থা নেয়। তবে ইজিবাইক পুলিশ ভাঙচুর করছে এমন খবর তার কাছে নেই। শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ বলেন, ফতুল্লা মডেল থানা পুলিশ ইজিবাইক চালকদের সঙ্গে যে আচরণ করছেন তা অমানবিক। সাধারণ মানুষের রুটি-রুজির ওপর আঘাত এলে তারা ক্ষুব্ধ হয়ে উঠবে এটাই স্বাভাবিক।

সর্বশেষ খবর