শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে কিশোরগঞ্জ, লালমনিরহাটে দুজন এবং চট্টগ্রাম, নীলফামারী, মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে মারা যান একজন করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— কিশোরগঞ্জ : কুলিয়ারচর উপজেলার মনোহরপুরে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় নূর বানু নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার জগত্চর কলাকুপা গ্রামে। এদিকে করিমগঞ্জের গুজাদিয়া এলাকায় অটোরিকশা চাপায় শামসুদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি গুজাদিয়া বড়কান্দা গ্রামে। লালমনিরহাট : সদর উপজেলার ফকিরের তকেয়া নামক এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে গতকাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তারা হলেন— সদর উপজেলার ফকিরের তকেয়া গ্রামের তপন চন্দ্রের ছেলে বিজয় ও হরিচাদের ছেলে অমূল্য। চট্টগ্রাম : মহানগরীর চান্দগাঁও থানাধীন কামাল বাজার এলাকায় গতকাল হিউম্যান হলারের ধাক্কায় মকবুল হোসেন নামে এক হকার মারা গেছেন। নীলফামারী : সৈয়দপুরে অটোরিকশার চাপায় মাসুম বিল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মাসুম ওই এলাকার প্রাইভেট কারচালক ফিরোজ হোসেনের ছেলে। এছাড়া  ঠাকুরগাঁও জেলা শহরের মন্দিরপাড়ায় গতকাল ট্রাকের ধাক্কায় চন্দন নামে এক যুবক এবং ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে বাবুল নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর