শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জঙ্গি, জামায়াত-শিবির কর্মীসহ গ্রেফতার ৩০

প্রতিদিন ডেস্ক

৯ জেলায় পুলিশ অভিযান চালিয়ে জঙ্গি ও জামায়াত-শিবির নেতা-কর্মীসহ ২২ জনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে থেকে গতকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। গ্রেফতারদের মধ্যে সন্দেভাজন দুই জঙ্গি ও জামায়াত শিবিরের সাত নেতাকর্মী রয়েছেন। গাইবান্ধা : পলাশবাড়ি উপজেলা থেকে জঙ্গি সন্দেহে মান্না মিয়া এবং সুন্দরগঞ্জে নাশকতা মামলার আসামি দুই জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী : বাগমারা উপজেলার পলাশী গ্রামের মামুন, উপজেলা শিবিরের সাবেক সভাপতি কোরবান আলী ও দুর্গাপুর উপজেলার শিবির কর্মী শফিকুলকে গ্রেফতার করেছে পুলিশ। মামুন জেএমবি সদস্য বলে দাবি পুলিশের। নওগাঁ : রানীনগরে মাদ্রাসার সুপার শরিফউদ্দীন মাজহারি ও কালীগ্রাম ইউনিয়ন জামায়াত সভাপতি আব্দুল কাহারকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশাল : সদর উপজেলার বদিউল্লাহ গ্রাম থেকে ৯ ‘সন্ত্রাসীকে’ গতকাল আটক করেছে পুলিশ। তারা হলো সবুজ, সাগর, রাজু, রাকিব, জিসানসহ নয়জন। এদের মধ্যে চারজনই শিশু। গোপালগঞ্জ : টুঙ্গীপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া এলাকা থেকে গতকাল দুই মাদরাসা ছাত্রকে আটক করেছে পুলিশ। তারা হলো বায়জিদ শেখ ও কদর শেখ। কদর শেখ স্থানীয় কুরপালা মাদ্রাসার নাহবমির  ছাত্র ও বায়জিদ বাঁশবাড়িয়া মাদরাসার জালালাইনের ছাত্র।  নাটোর : নাটোরের নলডাঙ্গায় আদিবাসী লক্ষ্মণ মুণ্ডা হত্যা মামলার প্রধান আসামিসহ সাত বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে তাদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতরা হলেন আতাউর রহমান, পিন্টু, রিপন ওরফে নাজমুল, ফজুল, নবির, মোজাহার এবং রফিক। নোয়াখালী : সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান তুহিনকে গতকাল ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন জামায়াত সভাপতি মহিউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ খবর