শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা
কুলিয়ারচর পৌর উপনির্বাচন

একমাত্র প্রার্থী আওয়ামী লীগের মুসা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কুলিয়ারচর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে বিএনপি প্রার্থী মো. কামাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এইচএসসি পাস হওয়া সত্ত্বেও হলফনামায় স্বশিক্ষিত উল্লেখ করায় তার মনোনয়ন বাতিল করা হয় বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। গতকাল ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করায় একমাত্র প্রার্থী হলেন— আওয়ামী লীগের ইমতিয়াজ বিন মুছা জিসান। আগামী ৪ আগস্ট নির্বাচন। মেয়র আবুল হাসান কাজল গত ৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়। নড়িয়ায় আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল : শরীয়তপুর প্রতিনিধি জানান, নড়িয়া পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে ঋণ খেলাপির অভিযোগে আওয়ামী লীগ প্রার্থীর ও তথ্য গোপন করায় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ৪ আগস্ট পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল পৌর মেয়র হায়দার আলী মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়।

সর্বশেষ খবর