শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মানিকগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে চারজন নিহত

ছয় জেলায় আরও ৯

প্রতিদিন ডেস্ক

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া ছয় জেলায় স্কুলছাত্রসহ আরও নয়জন প্রাণ হারিয়েছেন। মানিকগঞ্জে ঢাকাগামী সোহাগ পরিবহনের সঙ্গে আরিচাগামী একটি পিকআপভ্যানের সংঘর্ষে মা-মেয়েসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন— পিকাপ যাত্রী মা শেফালী বেগম ও মেয়ে নার্গিস আক্তার, মিজানুর রহমান ও পরান চন্দ্র রাজবংশী। গতকাল ভোরে ঢাকা-আরিচা মহাসড়ক মানিকগঞ্জের তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেফালী, তার মেয়ে নার্গিস আক্তারের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকায় এবং পরানচন্দ্র রাজবংশীর বাড়ি টাঙ্গাইলের ভাদ্রা এলাকায়। বগুড়া : শুক্রবার রাত ৮টায় সাবগ্রাম ২য় বাইপাস সড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীর সি অ্যান্ড বি মোড়ে গতকাল ট্রাকের ধাক্কায় আতাউর রহমান সাগর নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আতাউর উপজেলার বারুইপাড়া গ্রামের আবু বাক্কারের ছেলে। কিশোরগঞ্জ : পাকুন্দিয়ায় বাসচাপায় তানিসা জাহান সেতু (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সে পাকুন্দিয়ার পোড়াবাড়িয়া গ্রামের সেলিম মিয়ার মেয়ে। মেহেরপুর : সদর উপজেলার পিরোজপুর-যতারপুর সড়কের নুরপুরে মোটরসাইকল-ট্রাক সংঘর্ষে শাহিন উদ্দিন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে তার বন্ধু জয়নাল আবেদীন। নিহত শাহিন সদর উপজেলার পিরোজপুর গ্রামের এলেক উদ্দিনের ছেলে। রংপুর : পীরগঞ্জ উপজেলায় রাউতপাড়া এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক মানিক মিয়া (৪০) নিহত হয়েছেন। তিনি মিঠাপুর উপজেলার রোহানী গ্রামের আনছার আলীর ছেলে। সিলেট : সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র আদিব আহমদ চৌধুরী নগরীর ক্যাডেট কলেজের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। বৃৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এদিকে, রাস্তা পারাপারের সময় গোলাপগঞ্জের এমসি একাডেমির সামনে ওই একাডেমির নৈশপ্রহরী আবদুর রব বাসচাপায় মারা যান।

সর্বশেষ খবর