শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা
উপনির্বাচন

নৌকার প্রচারণায় মুখর গৌরীপুর

ময়মনসিংহ প্রতিনিধি

নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণায় মুখর হয়ে ওঠছে ময়মনসিংহের গৌরীপুরের উপ-নির্বাচন। আর এ প্রচারণায় নতুন করে যোগ হয়েছে জেলা আওয়ামী লীগের পাশাপাশি কেন্দ্রীয় আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের জনসংযোগ। সকাল থেকে রাত পর্যন্ত জনসংযোগের ফাঁকে ফাঁকে নৌকার পক্ষে বিভিন্ন পথসভা ও কর্মীসভাও করছেন নেতারা। শেষ মুহূর্তে কেন্দ্রীয় নেতাদের জোর প্রচাণায় নৌকার জয় অনেকটা নিশ্চিত বলে মনে করছেন স্থানীয় আওয়ামী লীগ। গৌরীপুর থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ। এছাড়া প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক, জাতীয় পার্টির শামসুজ্জামান, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা আবু তাহের খান, ন্যাপের আবদুল মতিন। আগামী সোমবার এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল সকাল থেকে গৌরীপুরের কলতাপাড়া বাজার, বঙ্গবন্ধু চত্বরসহ পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জনসংযোগ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ ও জেলার নেতারা। নৌকার পক্ষে জনসংযোগ শেষে দলীয় কার্যালয়ের সামনে ও হারুন পার্কে কর্মীদের নিয়ে সমাবেশে বক্তব্যও রাখেন নেতারা। জনসংযোগ ও কর্মীসভায় অংশ নেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, সাবেক এমপি কেএম খালিদ বাবু, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব, জেলা আওয়ামী লীগ নেতা উবায়দুল্লাহ আনোয়ার বুলবুলসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এদিকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক নাজনীন আলম তার অনুসারীদের নিয়ে পৌর শহরের বিভিন্ন স্থানে নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছেন। এর আগে গত সোমবার জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জহিরুল হক খোকা এবং ময়মনসিংহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইকরামুল হক টিটুসহ জেলা আওয়ামী লীগের নেতারা জনসংযোগ করেন। অন্যদিকে, গত বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেইন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব, সাধারণ সম্পাদক সব্যসাচী সরকার, শহর ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল মামুন আরিফসহ ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীরা নৌকার পক্ষে জনসংযোগ করেন।

সর্বশেষ খবর