Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৬ জুলাই, ২০১৬ ০০:১২
চাঁপাইয়ে ৩ ইউনিয়নে পদ্মার ভাঙন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইয়ে ৩ ইউনিয়নে পদ্মার ভাঙন
ভাঙন আতঙ্কে বাড়িঘর ছেড়েছে মানুষ

উজান থেকে ধেয়ে আসা ঢলে পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের তিনটি ইউনিয়নে শুরু হয়েছে তীব্র ভাঙন। এতে হুমকির মুখে পড়েছে ২১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প। চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. ওমর আলী জানান, গত এক সপ্তাহে নদীভাঙনে প্রায় ৪০টি বসতবাড়িসহ প্রায় ১০০ বিঘা ফসলি জমি ও আমবাগান বিলীন হয়ে গেছে। এ ছাড়া ভাঙন আতঙ্কে মানুষজন বাড়ি ঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছে। ইতিমধ্যে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এই ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম জানান, ইতিমধ্যে ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে এবং ভাঙনের তীব্রতা আরও বাড়লে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এই পাতার আরো খবর
up-arrow