শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

এক পলক

বেনাপোলে কোটি টাকার বৈদেশিক মুদ্রা জব্দ

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে প্রায় কোটি টাকা মূল্যের বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কেউ আটক হননি। গতকাল কালে এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ওই মুদ্রা জব্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় মোকলেসুর রহমান ও খায়রুল ইসলাম নামে দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। —বেনাপোল প্রতিনিধি

৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের সাবরাং মুণ্ডার ডেইল সি-বিচ এলাকা থেকে তিন কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গতকাল ভোরে ২-বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ এ অভিযান পরিচালনা করেন। ইয়াবাগুলো বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানা গেছে।

—টেকনাফ প্রতিনিধি

জঙ্গি উত্থানের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

দেশে জঙ্গি হামলা ও তৎপরতার প্রতিবাদে জনসচেতনতা গড়ে তুলতে গতকাল জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল : সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, অ্যাড. এসএম ইকবাল, মিজানুর রহমান, কাজল ঘোষ প্রমুখ। সভাপতিত্ব করেন বাহাউদ্দিন গোলাপ। বগুড়া : শহরের সাতমাথায় সকালে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংহতি প্রকাশ ও সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অ্যাড. লুত্ফর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জিন্নাতুল ইসলাম, তৌফিক হাসান ময়না, আবু সাঈদ সিদ্দিকী, জিয়াউল হক বাবলা প্রমুখ। —প্রতিদিন ডেস্ক

‘যারা মানুষকে হত্যা করে তারা ইসলামের শত্রু’

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেছেন, যারা জঙ্গি হামলা করে নিরপরাধ মানুষকে বোমা মেরে ও জবাই করে হত্যা করে তারা ইসলামের বন্ধু হতে পারে না। তারা ইসলামের শত্রু। শুক্রবার পার্টির চেয়ারম্যানের উত্তরার ৭ নং সেক্টরের বাসভবনস্থ কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পার্টির মহাসচিব মুফতি তাজুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা আজিজুর রহমান বুলবুলি, অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস, আলহাজ মো. শাহীন খান, মাওলানা নুরুল ইসলাম, এএসএম আরিফুর রহমান সিদ্দিক, মাওলানা মুফতি হারিসুল হক প্রমুখ।—টঙ্গী প্রতিনিধি

স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মালেক স্পিনিং মিলে শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তুলা, মেশিনপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।—গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর