রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য দাবি

প্রতিবাদে মুখর সারা দেশ

প্রতিদিন ডেস্ক

দেশে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধের মাধ্যমে শান্তি-সমপ্রীতি ও অসামপ্রদায়িক গণতান্ত্রিক শক্তি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। এ লক্ষ্যে সংগঠনটি গতকাল জেলায় জেলায় নানা কর্মসূচি পালন করেছে। এছাড়া দেশে সাম্প্রতিক জঙ্গি হামলার প্রতিবাদে একই দিন বিভিন্ন স্থানে মানববন্ধন, সমাবেশ ও আলোচনা সভা করেছে রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এসব সংগঠনের মধ্যে রয়েছে— স্বেচ্ছাসেবক লীগ, জাসদ, মুক্তিযোদ্ধা, কমিউনিটি পুলিশ, ন্যাপ ও ইসলামী ফাউন্ডেশন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বরিশাল : নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে জেলা সুজন সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে রাবেয়া খাতুন, এসএম ইকবাল, আনোয়ার জাহিদসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা দ্রুত জঙ্গিবাদী অপতত্পরতা কঠোর হাতে দমন এবং এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। টাঙ্গাইল : জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বক্তৃতা করেন— সুজন টাঙ্গাইল শাখা সভাপতি অ্যাড. খান মোহাম্মদ খালেদ, অধ্যাপক বাদল মাহমুদ, তরুণ ইউসুফ প্রমুখ। মানববন্ধনে সুজন সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন। নোয়াখালী : প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সুজন নোয়াখালী শাখার সভাপতি মোল্লা হাবিবুর রসুল মামুনসহ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। একই সময় টাউন হল চত্বরে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী মনববন্ধন করে।  ঠাকুরগাঁও : শহরের চৌরাস্তায় কর্মসূচি চলাকালে সুজন জেলা শাখার সভাপতি মনতোষ কুমারের সভাপতিত্বে বক্তব্য দেন, আব্দুল মতিন, নুর বানু, মাসুদ আহম্মেদ। নেত্রকোনা : জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সুজনের সদস্যরা ছাড়াও সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। বক্তব্য দেন— শ্যামলেন্দু পাল, হায়দায় জাহান চৌধুরী, কামরুজ্জামান চৌধুরী প্রমুখ।  মুন্সীগঞ্জ : স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে সুজন। এতে ছিলেন ছিলেন ডা. জাহাঙ্গীর আলম, জিসান আলমগীর, অ্যাড. জানে আলম প্রিন্স। মেহেরপুর : সকালে প্রেসক্লাবের সামনে সুজন জেলা শাখার সম্পাদক শামিম জাহাঙ্গীর সেন্টুর নেতৃত্বে মানববন্ধনে মীর রওশন আলী মনা, মাহাবুবুর রহমান চান্দুসহ নানা শ্রেণির মানুষ অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া : স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনের জেলার ভারপ্রাপ্ত সভাপতি কবি আব্দুল মান্নান সরকার সভাপত্বিতে বক্তব্য রাখেন গোলাম মহিউদ্দিন খান খোকন, একেএম শিবলী, তাজুল ইসলাম। দিনাজপুর : সুজনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। বেলাল উদ্দীন শিকদার রুবেলের সভাপতিত্বে ডা. মুহম্মদ শহীদুল্লাহ, মো. শাহাদৎ হোসেন প্রমুখ বক্তৃতা করেন। বিশ্বনাথ : সিলেটের বিশ্বনাথে মানববন্ধনে সুজন’র উপজেলা শাখা সভাপতি সাঈদুর রহমান সাঈদের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। গোপালগঞ্জ : জঙ্গি হামলার প্রতিবাদে মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মুকসুদপুরে দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অ্যাড. আতিকুর রহমান মিয়া, মাসুদউর রহমান, আশেকুর রহমান রনি। কোটালীপাড়ায় নারায়ন চন্দ্র দাশের সভাপতিত্বে এসএম হুমায়ুন কবির, শেখ আয়নাল হোসেন, মতিয়ার রহমান হাজরা বক্তব্য রাখেন। মুন্সীগঞ্জ :  শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন অ্যাড. আলহাজ্ব মোল্লা আবু কাউসার, এনামুল হুদা, জহিরুল হক নিশাদ প্রমুখ। মাগুরা : শহরের ভায়না মোড় থেকে মিছিল বের হয়ে চৌরঙ্গী মোড়ে এসে সমাবেশ করে। এ সময় বক্তৃতা করেন— নির্মল চ্যাটার্জী, পংকজ সাহা, আশরাফ হোসেন লিটন। শেরপুর : শহরের নিউ মার্কেট মোড়ে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, লাল মোহাম্মদ শাহজাহান, সামেদুল ইসলাম। অপরদিকে শহরের বুলবুল সড়ক মোড়ে সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, মোয়াজ্জেম হোসেন সুরুজ। শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে পালিত কর্মসূচিতে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম, জহুরুল হক মুন্সি। লালমনিরহাট : জেলায় কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ। বক্তব্য দেন— হাবিবুর রহমান, অ্যাড. মতিয়ার রহমান প্রমুখ। সিরাজগঞ্জ : সদর থানার উদ্যোগে সরকারি কলেজ অডিটোরিয়ামে সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। ওসি হাবিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন মিরাজ উদ্দিন আহম্মেদ, মোহাম্মদ শামীম আলম, আবু ইউসুফ সূর্য্য।  ঝিনাইদহ : জেলা শিল্পকলা একাডেমিতে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহবান শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি। জেলা প্রশাসক মাহবুব আলমের সভাপতিত্বে কর্মশালায় জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই এমপি, সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী, মো. নবী নেওয়াজ, আনোয়ারুল আজিম আনার প্রমুখ বক্তৃতা করেন। ভোলা : শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কর্মশালায় পাঁচ শতাধিক ঈমাম ও মোয়াজ্জিন অংশ নেন। উপস্থিত ছিলেন— সেলিম উদ্দিন, আব্দুল মমিন টুলু। এছাড়া সুজনের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন নওশেদ আলম, মাহাবুবুর রহমান নিরবসহ সুশীল সমাজের নেতারা। নরসিংদী : ন্যাপের উদ্যোগে শহরের স্বাধীনতা চত্বরে আতাউর রহমান ভূঞার সভাপতিত্বে প্রতিবাদ সভায় রঞ্জিত কুমার সাহা, আবদুস সাত্তার সরকার, আব্দুস সামাদ প্রমুখ বক্তব্য দেন। রাঙামাটি : জেলা শিল্পকলা একাডেমীতে ইসলামিক ফাউন্ডেশনে উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে কর্মশালা উদ্বোধনকালে বক্তব্য দেন ফিরোজা বেগম চিনু। সভাপতিত্ব করেন— জেলা প্রশাসক শামসুল আরেফিন। ভালুকা : ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে দলীয় কার্যালয়ে আব্দুল জলিলের সভাপতিত্বে ও শিবলীর সঞ্চালনায় এক আলোচলা সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর