শিরোনাম
রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

রাত পোহালেই হালুয়াঘাট গৌরীপুরে ভোট

ময়মনসিংহ প্রতিনিধি

রাত পোহালেই ময়মসিংহ-১ (হালুয়াঘাট, ধোবাউড়া) ও ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে উপ-নির্বাচনের ভোট। গতকাল মধ্যরাতে শেষ হয়েছে এই দুই আসনের প্রার্থীদের প্রচার-প্রচারণা। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কমিশন। আর নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতিমধ্যে পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে র‌্যাব ও বিজিবি টহলও শুরু করেছে। এদিকে নির্বাচনী প্রচারণার শেষ দিনে নৌকার পক্ষে ধোবাউড়ায় জনসংযোগ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শিল্প বিষয়ক আব্দুছ সাত্তার ও কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দীসহ প্রমুখ। ময়মসিংহ-১ (হালুয়াঘাট, ধোবাউড়া) থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন প্রমোদ মানকিন পুত্র জুয়েল আরেং, স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীক নিয়ে আছেন সেলিনা খাতুন ও আপিল করে মনোনয়ন ফিরে পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছেন জাতীয় পার্টি থেকে অ্যাডভোকেট সোহরাব হোসেন।  অন্যদিকে, ময়মনসিংহ-৩-গৌরীপুর থেকে আওয়ামী লীগ থেকে অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক, জাতীয় পার্টির শামসুজ্জামান, ইসলামী ঐক্যজোট মনোনীত হাফেজ মাও. আবু তাহের খান, ন্যাপ মনোনীত আব্দুল মতিন।  ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম জানান, দুই আসনে মোট সাড়ে ৩ হাজার পুলিশ থাকবে। নির্বাচনের দিন ৯২ টি মোবাইল টিম, প্রতি ইউনিয়নে ১ টি করে স্ট্রাইকিং ফোর্স ও পৌর এলাকায় ২টি করে  স্ট্রাইকিং ফোর্স থাকবে। নির্বাচনের আগের দিন ও পরের দিন প্রতি ১০ টি কেন্দ্রের জন্য একটি করে মোবাইল টিম থাকবে। গত মে মাসের ২ তারিখ সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ দলীয় গৌরীপুর আসনের এমপি ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির মারা যান। এর কদিন পর ১১ মে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি। পরে দুটি আসন শূন্য ঘোষণা করে চলতি মাসের ১৮ তারিখ নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন।

সর্বশেষ খবর