Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৬ জুলাই, ২০১৬ ২৩:৪২
বাঁধ ভেঙে ঘের ফসলি জমি প্লাবিত
ভোলা প্রতিনিধি
বাঁধ ভেঙে ঘের ফসলি জমি প্লাবিত
তেঁতুলিয়া নদীর ভাঙা বাঁধ —বাংলাদেশ প্রতিদিন

লালমোহনে বাঁধ ভেঙে তেঁতুলিয়া নদীর পানিতে প্লাবিত হয়েছে পশ্চিম চর উমেদ ইউনিয়নের শত শত একর জমির ফসল। ভেসে গেছে বেশকিছু ঘেরের মাছ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি টাকার সম্পদ। দুর্ভোগ পোহাচ্ছেন গজারিয়া লঞ্চঘাটের যাত্রীসাধারণ।  প্রায় দুই মাসে ভেঙে যাওয়া ওই বাঁধ সংস্কার না করায় পানি উন্নয়ন বোর্ডের ওপর ক্ষুব্ধ হয়ে উঠছেন ক্ষতিগ্রস্তরা। জানা গেছে, বাঁধটি সংস্কারের জন্য স্থানীয় এমপি নুরুন্নবী চৌধুরী শাওন পানি উন্নয়ন বোর্ডকে ডিও লেটার দিলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের ভোলা ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী কাইছার আহমেদ বলেন, অর্থ বরাদ্দ ও অনুমোদনের বিষয়ে একটু জটিলতা থাকায় বাঁধ সংস্কারে বিলম্ব হচ্ছে।

এই পাতার আরো খবর
up-arrow