রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজীপুরে পাঁচ, মানিকগঞ্জে তিন, রংপুরে দুই এবং বরিশাল, সাতক্ষীরা ও কক্সবাজারের টেকনাফে নিহত হন একজন করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

গাজীপুর : গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হন আরও পাঁচজন। শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বড়বাড়ি এবং বাঘের বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কে সদর উপজেলার মূলজান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে একজন নিহত ও আহত হন ১৫ জন। নিহত বাসযাত্রী শহীদুলের বাড়ি শিবালয় এলাকায়। অপরদিকে শিবালয়ে বাসচাপায় মারা যান দুই মোটরসাইকেল আরোহী। তারা হলেন আলমগীর ও রাজিবুল। রংপুর : পীরগঞ্জ উপজেলায় বাস-ট্রাকের সংঘর্ষে ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন।  নিহতরা হলেন— সাতক্ষীরার ব্যবসায়ী আফাজ উদ্দিন ও বাসযাত্রী কুড়িগ্রামের  মর্জিনা। এ দুর্ঘটনায় আহত ২০ যাত্রী। বরিশাল : উজিরপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাহেন্দ্রচালকের মৃত্যু হয়েছে। নিহত চালক সুজন উপজেলার ডাবেরকুল এলাকার হোসেন খলিফার ছেলে। এদিকে সদর উপজেলার চরকাউয়ায় এক বাসের ধাক্কায় অপর একটি বাস নদীতে পড়ে আহত হন তিনজন।  সাতক্ষীরা : তালা উপজেলার সেনপুরে ট্রলি ও মাহেন্দ্রর সংঘর্ষে গৃহবধূ নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল বিকালে এ দুর্ঘটনায় নিহত ওমেলা কেশবপুর উপজেলার ভবো মালোর স্ত্রী।  টেকনাফ : কক্সবাজারের টেকনাফে চান্দের গাড়ি চাপায় গতকাল তাসলিমা আক্তার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তাসলিমা টেকনাফ পৌরসভার জাফর আলমের মেয়ে ও স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। নাটোর : নাটোরের হয়বতপুরে গতকাল ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

সর্বশেষ খবর