রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রামের ‘ইবনে বতুতা’ রিমান্ডে

মাগুরা প্রতিনিধি

মাগুরায় গত বুধবার জঙ্গি সন্দেহে আটক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র আবদুর নূরের (ইবনে বতুতা) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে মাগুরা জুডিশিয়াল আদালত। রিমান্ড শুনানির নির্ধারিত দিনে গতকাল দুপুরে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চম্পা বসুর আদালতে তাকে হাজির করা হয়। এ সময় পূর্বে করা পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবদুর নূর ভ্রমণে গিয়ে জঙ্গি সন্দেহে পুলিশের হাতে আটক হন। গত মঙ্গলবার মাগুরা জেলার শালিকা থানাধীন একটি মন্দির দেখতে গেলে পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে শালিকা থানায় একটি মামলা দায়ের হয় বলে জানা যায়। নূর চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। তার বাবা সৌদিপ্রবাসী আবদুর রশিদ। স্থানীয় ও চবি সূত্রে জানা যায়, আবদুন নুর ইতিমধ্যে দেশের প্রায় ৫০টির বেশি জেলা ভ্রমণ করেন। ভ্রমণপ্রিয় নুর বন্ধুদের কাছে চট্টগ্রামের ‘ইবনে বতুতা’ হিসেবে পরিচিত।

সর্বশেষ খবর