সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা
১৪ হিন্দু পরিবার উচ্ছেদ মামলা

দুই আসামি মুক্ত, এক জনের জেল জরিমানা

বরগুনা প্রতিনিধি

তালতলী উপজেলার চন্দনতলা গ্রামের আলোচিত ১৪ হিন্দু পরিবারকে উচ্ছেদ মামলায় প্রধান আসামি আ. রশিদকে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। মামলার অপর দুই আসামি জাকির সরদার ও সালাম সরদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন। বরগুনার দ্রুত বিচার আদালতের বিচারক মাসুম বিল্লাহ গতকাল এ রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, তালতলী উপজেলার চন্দনতলার জাকির ও তার ভাই সালাম ১৪ হিন্দু পরিবারের বসতভিটাসহ ৪০ একর জমি দখলের জন্য দীর্ঘদিন পরিবারগুলোর সদস্যদের ওপর নির্যাতন চালাচ্ছিলেন। ২০১৩ সালে তিনটি ও ২০১৪ সালে দুটি পরিবার বাড়ি ছেড়ে বরগুনায় আশ্রয় নেয়। সর্বশেষ ২০১৫ সালের ১২ মার্চ আরও নয়টি পরিবার বাড়িঘর ছেড়ে বরগুনায় চলে আসে।

১৩ মার্চ জাকির, সালাম ও রশিদের নেতৃত্বে এসব পরিবারের বাড়িঘর ভেঙে লুটপাট করা হয়। বরগুনা জেলা প্রশাসন ও পুলিশ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালে ঘটনার ১০ দিন পর যাদব চন্দ্র বাদী হয়ে মামলা করেন।

সর্বশেষ খবর