সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কারখানা খুলে দেওয়ার দাবিতে ডিসি অফিস ঘেরাও

নারায়ণগঞ্জ ও রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ বরপা এলাকার অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং ও অন্তিম নিট কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বহিরাগতদের মদদে কতিপয় উচ্ছৃঙ্খল শ্রমিকের কারণে উৎপাদন ব্যাহত, নিরীহ শ্রমিক, কর্মচারী-কর্মকর্তাদের হুমকি-ধামকি দেওয়াসহ বিভিন্ন অভিযোগে গতকাল কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এদিকে গার্মেন্টটি অবিলম্বে খুলে দেওয়া ও সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শ্রমিকরা। গতকাল দুপুরে চাষাঢ়া এলাকায় মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করা হয়। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান ধর্মঘট পালন করেন তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। কারখানা কর্তৃপক্ষ জানায়, ছয় মাস ধরে কিছু শ্রমিক নানা অজুহাতে প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যাহত ও কর্ম পরিবেশ নষ্ট করে আসছে। রমজান মাসে তা প্রকট আকার ধারণ করে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক এম আলী আকবর বলেন, বিরাজমান পরিস্থিতির সঠিক এবং সুন্দর সমাধান চায় কর্তৃপক্ষ। এ জন্য বিকেএমইএ বরাবর একটি পত্র দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর