মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবিরোধী সভায় নাশকতাকারী ও মদদদাতাদের শাস্তি দাবি

উত্তাল সারা দেশ

প্রতিদিন ডেস্ক

জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গতকালও জেলায় জেলায় বিক্ষোভ, মানববন্ধন ও সভা করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ইসলামিক ফাউন্ডেশন, কমিউনিটি পুলিশিং। কর্মসূচি চলাকালে বক্তারা— জঙ্গিবাদ, সন্ত্রাস-নাশকতা সৃষ্টিকারী এবং এদের মদদদাতাদের শাস্তি ও তাদের কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— চট্টগ্রাম : কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নাগরিক সমাবেশের আয়োজন করে চট্টগ্রামের সর্বস্তরের মুক্তিযোদ্ধা, পেশাজীবী ও সংস্কৃতিকর্মীদের মোর্চা সম্মিলিত প্রগতিশীল ফোরাম চট্টগ্রাম। ড. অনুপম সেনের সভাপতিতে সাইফুল আলম বাবুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দীন আহম্মেদ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. মো. শরীফ,  শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, সেক্টরস কমান্ডারস ফোরামের এডভোকেট বিকে বিশ্বাস প্রমুখ। বরিশাল : মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের উদ্যোগে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাদিক আবদুল্লাহ। বক্তব্য দেন— সৈয়দ আনিছুর রহমান, অ্যাড. আব্দুর রশিদ খান, মসিউর রহমান মিন্টু। রংপুর : স্বেচ্ছাসেবক লীগ নগরীতে মিছিল বের করে। পরে দলীয় কার্যালয়ে সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান মিজান। বক্তব্য রাখেন নাফিউল করিম নাপা, তুষার কান্তি মণ্ডল। অপরদিকে টাউন হলের সামনে মানববন্ধন ও গণসঙ্গীতের আয়োজন করে নাট্যকেন্দ্র। খুলনা : আওয়ামী লীগ কার্যালয় থেকে মহানগর স্বেচ্ছাসেবক লীগ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে সমাবেশ করে। এছাড়া শহীদ হাদিস পার্কের সামনে সমাবেশ করে যুবলীগ। প্রধান অতিথি ছিলেন মাহবুব আলম হিরণ। অ্যাড. আনিসুর রহমান পপলুর সভাপতিত্বে বক্তৃতা করেন, সফিকুল ইসলাম, শফিকুর রহমান পলাশ।  গোপালগঞ্জ : কালীবাড়ীতে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে স্বেচ্ছাসেবক লীগ। পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ হয়। আক্রামুজ্জামান আক্রামের সভাপতিত্বে বক্তৃতা করেন— মাহাবুব আলী খান, সিকদার নুর মোহাম্মদ দুলু। চুয়াডাঙ্গা : শ্রীমন্ত টাউন হলে কর্মশালা করে ইসলামিক ফাউন্ডেশন। এবিএম রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সায়মা ইউনুস। বক্তব্য দেন— রশীদুল হাসান, মাহফুজুর রহমান। এদিকে দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগ জঙ্গিবিরোধী মিছিল করেছে। পরে নাহিদ পারভেজের সভাপত্বিতে সমাবেশে রবিউল ইসলাম ববি, তোফাজ্জেল হোসেন তপু বক্তব্য দেন। ঠাকুরগাঁও : শহরের বলাকা সিনেমা হলের সামনে থেকে মিছিল শহর প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য দেন— সেলিনা জাহান লিটা এমপি, মাহাবুর রহমান খোকন, আয়শা আক্তার তুলি। রাজবাড়ী : স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন— মহম্মদ আলী চৌধুরী, ফকীর আব্দুল জব্বার। সভাপতিত্ব করেন হাফিজুর রহমান। মানিকগঞ্জ : দেবেন্দ্র কলেজ মিলনায়তনে মতবিনিময় সভা করে কমিউনিটি পুলিশিং ফোরাম। মো. শাহজাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান। এছাড়া মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে মানববন্ধন করে স্বেচ্ছাসেবক লীগ। বক্তৃতা করেন— অ্যাড. মোল্লা মো. আবু কাওছার, নির্মল রঞ্জন গুহ। নীলফামারী : দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশ করে স্বেচ্ছাসেবক লীগ। সমাবেশে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। কামরুল ইসলামের সভাপতিত্বে দেওয়ান কামাল আহমেদ, আবুজার রহমান প্রমুখ বক্তব্য রাখেন। ফরিদপুর : স্থানীয় থানার মোড়ে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোল্লা মো. আবু কাওছার। শওকত আলী জাহিদের সবাপতিত্বে বক্তব্য দেন খন্দকার মোহতেশাম হোসেন বাবর, অ্যাড. সুবল চন্দ্র সাহা, শামীম শাহরিয়ার। ঝিনাইদহ : স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে সমাবেশে মিলিত হয়। রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন একরামুল হক লিকু, সরোয়ার জাহান বাদশা। অপরদিকে মহেশপুরে মিছিল ও পথসভা করেছে পৌর আওয়ামী লীগ। অমল কুমার কুন্ডুর সভাপতিত্বে বক্তৃতা করেন মো. নবী নেওয়াজ এমপি, এমদাদুল হক বুলু। রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনের সামনে থেকে র‌্যালি বের করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। র‌্যালি শেষে মানববন্ধনে বক্তব্য দেন— আবদুস সোবহান, ছাদেকুল আরেফিন, আনন্দ কুমার। টঙ্গী : গাজীপুরের টঙ্গী স্টেশনরোড এলাকায় গতকাল জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। মতিউর রহমান মতির সভাপতিত্বে বক্তব্য রাখেন মো. জাহিদ আহসান রাসেল এমপি, এড. আজমত উল্লা খান, গাজী মেজবাউল হোসেন সাচ্চু, অ্যাড. জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ প্রমুখ। ভালুকা : ময়মনসিংহের ভালুকা মডেল থানার উদ্যোগে ‘জঙ্গি চিহ্নিতকরণে বাড়িওয়ালাদের ভূমিকা শীর্ষক মতবিময় সভা হয়েছে। পৌরমেয়র ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুমের সভাপতিত্বে সভায় মডেল থানার অফিসার ইনচার্জ মো. মামুন অর রশিদ প্রমুখ বক্তৃতা করেন।

সর্বশেষ খবর