বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জেলা উপজেলায় সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী কর্মসূচি অব্যাহত

প্রতিদিন ডেস্ক

গুলশান ও শোলাকিয়ায় সম্প্রতি দুটি ভয়াবহ জঙ্গি হামলার পর সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে মানুষ। ওই ঘটনার পরই বিভিন্ন স্থানে শুরু হয় সন্ত্রাস, নাশকতাবিরোধী নানা কর্মসূচি। এর ধারাবাহিকতায় গতকালও জেলা উপজেলায় বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন। এ সময় বক্তারা জঙ্গিবাদ কঠোর হাতে দমনসহ সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে দেশে শান্তি প্রতিষ্ঠায় সরকারের প্রতি আহ্বান জানান। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বরিশাল : ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) সকালে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে। ডা. হুমায়ুন কবিরের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন— মেহেদী হাসান রনিসহ অন্যরা।  রংপুর : নগরীর কাচারী বাজারে মানববন্ধন ও সমাবেশ করে রংপুর জেলা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি। মানববন্ধন শেষে সমাবেশে মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে নজরুল ইসলাম হক্কানী, মোতাহার হোসেন মণ্ডল মওলা বক্তৃতা করেন। শরীয়তপুর : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন। বক্তব্য দেন— মাহমুদুল হাসান খান, সাইফুল্লাহ আল মামুন, আবদুস সামাদ তালুকদার। খাগড়াছড়ি : জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। প্রেসক্লাবের সামনে আধঘণ্টার এ মানববন্ধন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। বক্তব্য রাখেন সমীর দত্ত চাকমা, আমজাদ হোসেন প্রমুখ। নওগাঁ : স্বাধীনতা শিক্ষক পরিষদ নওগাঁ শাখার উদ্যোগে শহরের মুক্তির মোড়ে মানববন্ধনে বিভিন্ন কলেজের শিক্ষক অংশ নেন। আবু নাসের আহমেদের সভাপতিত্বে এ সময় মোফাখ্খার হোসেন, মাহাবুব ইসলাম বক্তৃতা করেন। মানিকগঞ্জ : জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল বের করে যুবলীগ। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সুদেব কুমারের সভাপতিত্বে বক্তব্য দেন— অ্যাড. গোলাম মহীউদ্দীন, আবদুস সালাম প্রমুখ। বরগুনা : সদর উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ বরগুনা আলিয়া মাদ্রাসা মিলনায়তনে সমাবেশ করে। মুহা. মামুন-অর-রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আব্বাস হোসনে মন্টু, হাসানুর রহমান ঝন্টু, মাও. আলতাফ হোসেন। মেহেরপুর : স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে সমাবেশে সোলাইমান আলী, রফিকুল ইসলাম, একরামুল আযীম প্রমুখ বক্তব্য দেন। ব্রাহ্মণবাড়িয়া : সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন— মো. মিজানুর রহমান, মিসেস নায়ার কবির। বিশ্বনাথ : সিলেটের বিশ্বনাথ নতুনবাজারে জঙ্গিবাদবিরোধী সভায় সাইফুল ইসলাম বেগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মাও. হাবিবুর রহমান লিটু। বক্তব্য দেন— আবদুল হান্নান, শেখ হাবিব উল্লাহ প্রমুখ। হোসেনপুর : কিশোরগঞ্জের হোসেনপুরে আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে সভা হয়েছে। সোহানা নাছরিনের সভাপতিত্বে এতে সেলিনা সারোয়ার, জহিরুল ইসলাম নুরু মিয়া প্রমুখ বক্তৃতা করেন। চকরিয়া : কক্সবাজারের চকরিয়া পৌরসভার আয়োজনে পৌর অডিটোরিয়ামে মতবিনিময় সভায় আলমগীর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাফর আলম। অংশ নেন সাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম খান, নুরুল আবছার। রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাবি শাখা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে দলীয় টেন্ট থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় টেন্টে সমাবেশে মিলিত হয়। খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য দেন রাশেদুল ইসলাম রাঞ্জু। উপস্থিত ছিলেন— তন্ময়ানন্দ অভি, মেহেদী হাসান রাসেল। ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুর রহমানের নেতৃত্বে র‌্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে প্রশাসন ভবনের সামনে সমাবেশে বক্তব্য দেন— অধ্যাপক ড. শাহিনুর রহমান, ড. কামাল উদ্দিন, ড. মাহবুবুর রহমান। ভালুকা : ময়মনসিংহের ভালুকা ডিগ্রি কলেজ মিলনায়তনে ছাত্র সমাবেশে ইউএনও কামরুল আহসান তালুকদার সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী, উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ওসি মামুন-অর-রশিদ প্রমুখ।

সর্বশেষ খবর