বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

এমপির ভাইয়ের বিরুদ্ধে পিটিয়ে যুবক হত্যার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে চোর সন্দেহে হাসান (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যের ভাই মিন্টু চৌধুরীর বিরুদ্ধে। গতকাল বিকাল ৩টার দিকে হাসানের রক্তাক্ত লাশ উপজেলার তারাগুনিয়া ডাকবাংলো চত্বরে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। হাসান উপজেলার সোনাইকুণ্ডি পশ্চিমপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে। এদিকে, হাসানকে পেটানোর কথা অস্বীকার করে মিন্টু চৌধুরী বলেন, ‘তাকে ধরে গণপিটুনি দিয়ে আমার বাড়ির সামনে নিয়ে এলে আমি তাকে পুলিশে সোপর্দ করি। আমি কোনো মারধর করিনি।’ প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হাসানকে চুরির অভিযোগে সকাল ৯টার দিকে ধরে রেজাউল হক চৌধুরী এমপির (কুষ্টিয়া-১, দৌলতপুর) বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই বাড়ির সামনে এমপির ছোট ভাই মিন্টু চৌধুরী ও তার লোকজন হাসানকে বেধড়ক মারধর করে। পরে মিন্টু চৌধুরী পুলিশ ডেকে হাসানকে তাদের হাতে তুলে দেন। হাসানের অবস্থা খারাপ হওয়ায় সকাল ১০টার দিকে দৌলতপুর থানা পুলিশ তাকে চিকিৎসার জন্য দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের ডাক্তার তাকে ভর্তি না করে ফেরত পাঠান। অবস্থা বেগতিক দেখে পুলিশ তাকে একটি ভ্যানে তুলে বাড়ি পাঠিয়ে দেয়। পরে তারাগুনিয়া ডাকবাংলো চত্বরে হাসানের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

সর্বশেষ খবর