Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২০ জুলাই, ২০১৬ ২৩:২৮
‘জল আছে যেখানে মাছ চাষ সেখানে’
মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি আলোচনা
প্রতিদিন ডেস্ক

‘জল আছে যেখানে মাছ চাষ সেখানে’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। জেলা প্রসাশন ও মৎস্য অধিদফতরের আয়োজনে এ দিন বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় র‍্যালি আলোচনা, অবমুক্ত করা হয় পোনা। এতে সরকারি বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বরিশাল : সার্কিট হাউস চত্বর থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক ড. মো. গাজী সাইফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মো. গাউস। বগুড়া : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে রওশন আরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাটোর : বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।  মুন্সীগঞ্জ : জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি বের হওয়া র‍্যালিতে অংশ নেন হারুন-অর-রশিদ, ড. মীর মাহফুজুর হক, ড. মো. অলিউর রহমান, শাহজাদা খসরু প্রমুখ। পিরোজপুর : শিল্পকলা একাডেমী মিলনায়তনে শহীদুল ইসলাম সরদারের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খায়রুল আলম। চাঁপাইনবাবগঞ্জ : র‍্যালি শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন— তৌফিকুল ইসলাম, শামছুল আলম শাহ্, সাজদার রহমান, রুহুল আমিন প্রমুখ। নেত্রকোনা : মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবনের সামনে থেকে র‍্যালি বের হওয়া র‍্যালিতে নেতৃত্ব দেন ড. মুশফিকুর রহমান ও জয়দেব চৌধুরী। সাতক্ষীরা : শহরের শহীর রাজ্জাক পার্ক থেকে র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় নজরুল ইসলাম, ফিরোজ আহমেদ, আব্দুল অদুদ প্রমুখ বক্তৃতা করেন। সুনামগঞ্জ : শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে র‍্যালি বের করে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কামরুজ্জামানের সভাপতিত্বে ও অশোক কুমার দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামছুন নাহার বেগম। গোপালগঞ্জ : জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি নিয়ে শহর প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদের পুকুরে পোনা ছেড়ে মত্স্য সপ্তাহের উদ্বোধন করেন খলিলুর রহমান। বাগেরহাট : শহরে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মত্স্য সপ্তাহ উদ্বোধন করা হয়। পরে এসি লাহা মিলনায়তনে আলোচনা সভায় নারায়ণ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে বক্তৃতা করেন, শফিকুল ইসলাম, গৌতম কুমার বিশ্বাস, ওয়াহেদ আলী প্রামাণিক। চুয়াডাঙ্গা : জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া র‍্যালিতে নেতৃত্ব সায়মা ইউনুস ও বেলায়েত হোসেন। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফজলুল হক। কিশোরগঞ্জ : আমিনুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি জেলা মৎস্য কার্যালয় থেকে শুরু হয়ে কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এই পাতার আরো খবর
up-arrow