Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২০ জুলাই, ২০১৬ ২৩:৩০
পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
প্রতিদিন ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে ৩, লালমনিরহাটে স্কুলছাত্র, পিরোজপুরে স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এছাড়া মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে আহত হয়েছেন ১৫ যাত্রী। চট্টগ্রাম : নগরীর পলোগ্রাউন্ড মাঠ এলাকায় বুধবার বাস উল্টে জেসমিন আক্তার ও সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় জুলফিকার (৬৮) এবং আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হন। লালমনিরহাট : কালিগঞ্জে বুধবার সকালে অটোরিকশা চাপায় সাইফুল (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোশারেফ হোসেন আবু (৬০) নামে এক স্কুল শিক্ষকের মুত্যু হয়েছে। মুন্সীগঞ্জ : সিরাজদীখান উপজেলায় যাত্রীবোঝাই বাস  খাদে পড়ে ১৪ যাত্রী আহত হয়েছেন।

এই পাতার আরো খবর
up-arrow